হংকং সিক্সেসে সাইফউদ্দিন ঝড়ের পরেও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
হংকং সিক্সেসে সাইফউদ্দিন ঝড়ের পরেও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
হংকং সিক্সেসে সাইফউদ্দিন ঝড়ের পরেও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
হংকং সিক্সেস টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। জিশান আলম, মোহাম্মদ সাইফউদ্দিনরা হাড্ডাহাড্ডি লড়াই জমিয়ে রাখলেও শেষ পর্যন্ত লঙ্কানদের কাছে হার মানতে হয় টাইগারদের। তবে ওমানের বিপক্ষে জিতে ইতোমধ্যেই পরের রাইন্ডে চলে গেছে বাংলাদেশ।
শুক্রবার টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানেই আটকে যায় বাংলাদেশের ইনিংস।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কার দুই ওপেনার। ৬ বলে ১৮ রান করে সোহাগ গাজীর বলে আউট হন সাদুন বিরাক্কোডি। এরপর থানুকা দাবারে ও লিহিরু মাদুশঙ্কার উড়ন্ত জুটিতে ১০৭ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। ১২ বলে ৩২ রান করেন থানুকা এবং ১৭ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন লিহিরু।
বাংলাদেশের হয়ে ৬ রান দিয়ে ২ টি উইকেট পান জিশান আলম। সোহাগ গাজী নেন ১ টি উইকেট।
১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বলে ৬ রান করে শুরুতেই ফিরে যান ইয়াসির আলি। তারপর জিশান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিনের জুটিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। শুরুতে কিছু ধীর গতির ব্যাটিং করতে থাকেন তারা। পরে অবশ্য পুষিয়ে নিতে চেষ্টা করেন তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
১৩ বলে ২৭ রান করে আউট হন জিশান। আবু হায়দার করেন ২ বলে ৪ রান। নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশ থামে ৮৯ রানে। সাইফউদ্দিন অপরাজিত থাকেন ১৭ বলে ৪২ রানে।
হংকং সিক্সেসের নিয়মাবলী-
সাধারণ-প্রতিটি খেলা দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দলে ছয়জন করে খেলোয়াড় থাকবে। একটি খেলায় প্রতি দলের জন্য সর্বাধিক ছয়টি ছয় বলের ওভার থাকবে। ফিল্ডিং দলের একজন সদস্যকে সর্বাধিক ২ ওভার বল করার অনুমতি দেওয়া হবে, তবে সেই ওভারগুলো পরপর হতে পারবে না। ফিল্ডিং দলের চারজন সদস্য (উইকেটরক্ষক ছাড়া) এক ওভার করে বল করবেন। ওয়াইড এবং নো-বল ব্যাটিং দলকে এক রান এবং অতিরিক্ত একটি বল দেবে।
লাস্ট ম্যান স্ট্যান্ডস-যদি ৬ ওভারের মধ্যে ৫ উইকেট পড়ে (নট আউট রিটায়ার্ড ব্যাটার ছাড়া), তাহলে শেষ থাকা ব্যাটার ৫ম আউট ব্যাটারকে রানার হিসেবে নিয়ে ব্যাট করতে থাকবে। শেষ থাকা ব্যাটারকে সবসময় স্ট্রাইকে থাকতে হবে। তার সঙ্গী রান আউট বা ফিল্ডের ব্যাঘাত ঘটানোয় আউট হলে, শেষ থাকা ব্যাটারকেও আউট ঘোষণা করা হবে। ষষ্ঠ উইকেট পতনে ইনিংস সমাপ্ত হবে।
ব্যাটার রিটায়ার-ব্যক্তিগত স্কোর ৫০ রান হলে ব্যাটারকে ‘নট আউট’ হিসেবে অবসর নিতে হবে, তবে ৫০ রান পূর্ণ হওয়ার আগে অবসর নেওয়া যাবে না। ব্যাটার ৫০ রানে পৌঁছানোর জন্য যে শট খেলে সকল রান সম্পন্ন করতে পারবেন এবং সম্পূর্ণ স্কোর গণনা করা হবে। যদি শেষ জোড়ার একজন আউট হয়ে যায়, তবে যে কোনো ‘নট আউট’ অবসর নেওয়া ব্যাটার আবার তার ইনিংস শুরু করতে পারবেন।
যদি একাধিক ব্যাটার অবসর নেয়, তবে তারা অবসরের ক্রম অনুযায়ী পুনরায় ব্যাট করতে নামবে। যদি কোনো ব্যাটার নির্দিষ্ট ক্রমে না ফেরেন, তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করা হবে।
হংকং সিক্সেস ২০২৪ এর দল-
পুল এ- দক্ষিণ আফ্রিকা (এ১), নিউজিল্যান্ড (এ২), হংকং চীন (এ৩)
পুল বি- অস্ট্রলিয়া (বি১), ইংল্যান্ড (বি২), নেপাল (বি৩)
পুল সি- ভারত (সি১), পাকিস্তান (সি২), সংযুক্ত আরব আমিরাত (সি৩)
পুল ডি- শ্রীলঙ্কা (ডি১), বাংলাদেশ (ডি২), ওমান (ডি৩)।