Image

রাশিদ, গুরবাজদের রেকর্ডময় রাতে আফগানদের রেকর্ডগড়া জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাশিদ, গুরবাজদের রেকর্ডময় রাতে আফগানদের রেকর্ডগড়া জয়

রাশিদ, গুরবাজদের রেকর্ডময় রাতে আফগানদের রেকর্ডগড়া জয়

রাশিদ, গুরবাজদের রেকর্ডময় রাতে আফগানদের রেকর্ডগড়া জয়

ঐতিহ্যবাহী শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতল হাশমতউল্লাহ শহীদির দল। প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আফগানরা জয় পায় ১৭৭ রানের বিশাল ব্যবধানে। 

রানের ব্যবধানে এতদিন আফগানদের সবচেয়ে বড় জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানে। সেই জয়কে পেছনে ফেলে প্রোটিয়াদের বিপক্ষে ১৭৭ রানের জয় এখন তাঁদের সবচেয়ে বড় জয়। 

রেকর্ড গড়া জয়ের দিন রেকর্ড গড়েন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তুলে নেন ওয়ানডে ক্রিকেটে নিজের ৭ম সেঞ্চুরি। আফগানদের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি এখন তাঁর। 

রহমানউল্লাহ গুরবাজের ১০৫, আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫০ বলের ৮৬* রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভারে ৪ উইকেটে ৩১১ রান স্কোরবোর্ডে জমা করে আফগানিস্তান। 

জবাবে দক্ষিণ আফ্রিকার শুরু ভালো হলেও তা ধরে রাখতে পারেনি টেম্বা বাভুমার দল। নিজের ২৬ তম জন্মদিনের দিন ১৯ রান খরচে ৫ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন আফগান সুপারস্টার রাশিদ খান। 

রাশিদ খানই প্রথম কোন বোলার যিনি জন্মদিনে ওয়ানডেতে ৫ উইকেট নিলেন। 

৩৪.২ ওভারে ১৩৪ রান তুলতেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দাপুটে বোলিং পারফরম্যান্সে ম্যাচসেরা হন রাশিদ খান। 

২২ সেপ্টেম্বর শারজাহতে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সেখানে আফগানদের সামনে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার সুযোগ।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three