চট্টগ্রামে হাসেনি সৌম্য-লিটনদের ব্যাট, ধুঁকছে বিসিবি রেড
-
1
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম
-
2
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ
-
3
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
-
4
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
5
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
চট্টগ্রামে হাসেনি সৌম্য-লিটনদের ব্যাট, ধুঁকছে বিসিবি রেড
চট্টগ্রামে হাসেনি সৌম্য-লিটনদের ব্যাট, ধুঁকছে বিসিবি রেড
সোমবার (২৯ জুলাই) চট্টগ্রামে মাঠে গড়িয়েছে বিসিবি রেড ও বিসিবি গ্রিন নামে দুই দলের মধ্যকার ম্যাচ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বিসিবি গ্রিন ও তাইজুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি রেড। প্রথম দিনে ফিফটি তুলে নিয়েছিলেন এনামুল হক বিজয়, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও মুশফিকুর রহিম। আজ ২য় দিনে ফিফটি তুলে নেন জাকের আলি অনিক।
৫ উইকেটে ২২০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল বিসিবি গ্রিন। আজ আরও ৭০ রান যোগ করে ২৯০ তে অলআউট হয়েছে তাঁরা। ২ টি করে চার ও ছয়ে ৫০ রান করেন জাকের আলি।
১৮ ওভার বল করে ৫ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিব বিসিবি রেডের সেরা বোলার। ২ উইকেট নিয়েছেন নাইম হাসান। ১ টি করে শিকার খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের।
ব্যাট করতে নেমে অবশ্য ভালো অবস্থানে নেই বিসিবি রেড দল। ৯২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে তাঁরা। বিসিবি গ্রিনের পক্ষে হাসান মাহমুদ ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান, ১ টি শিকার মেহেদী হাসান মিরাজের।
সৌম্য সরকার ২৪ রান করে আউট হয়েছেন, সাইফ হাসান আউট হবার আগে করেন ১০ রান। মুমিনুল হক ও লিটন দাসের ব্যাট থেকে আসে সমান ৪ রান করে। মোসাদ্দেক হোসেন সৈকত ২ রানের বেশি করতে পারেননি। প্রীতম কুমার ২৮ ও নাইম হাসান ১৭ রান নিয়ে ৩য় ও শেষ দিনের খেলা শুরু করবেন।
