Image

২ দিনের ম্যাচেই হারতে বসেছিল মিরাজরা, মুমিনুলের সেঞ্চুরি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২ দিনের ম্যাচেই হারতে বসেছিল মিরাজরা, মুমিনুলের সেঞ্চুরি

২ দিনের ম্যাচেই হারতে বসেছিল মিরাজরা, মুমিনুলের সেঞ্চুরি

২ দিনের ম্যাচেই হারতে বসেছিল মিরাজরা, মুমিনুলের সেঞ্চুরি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ ও ২৬ জুলাই মাঠে গড়িয়েছিল বিসিবি রেড ও বিসিবি গ্রিন নামে দুই দলের দুই দিনের ম্যাচ। এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। 

টস জিতে বিসিবি রেড অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। মুশফিকুর রহিমের ৮৪ বলে ৫০ রানের ইনিংসের পরেও বাকিদের ব্যর্থতায় ১৩১ রানে গুটিয়ে যায় তাঁরা। বিসিবি গ্রিনের পক্ষে ৪ উইকেট নেন নাইম হাসান। খালেদ আহমেদ ৩, রুয়েল মিয়া ২ ও তাইজুল ইসলাম ১ উইকেট নেন। 

জবাবে ১ম দিনে ৪ উইকেটে ১৪৬ রান তুলে শেষ করে বিসিবি গ্রিন। ৪৭ রান করে অপরাজিত ছিলেন মুমিনুল হক। 

আজ ২য় দিনে এসে ফিফটি তো বটেই, সেঞ্চুরিও তুলে নেন মুমিনুল। ১৮৩ বলে ১৫ চার ও ১ ছয়ে ১২৩ রান করেন তিনি। ৭৫.১ ওভারে ৯ উইকেটে ২৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে বিসবি গ্রিন। বিসিবি রেডের পক্ষে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ নেন ২ টি করে উইকেট। ১ টি করে উইকেট নেন নাহিদ রানা, সাইফ হাসান। 

১৪৩ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাটিং করতে নামে বিসিবি রেড। এই ইনিংসেও হাসে মুশফিকুর রহিমের ব্যাট। ৭৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। বলার মত রান পাননি ওপেনার এনামুল হক বিজয় (১৯), সাইফ হাসান (১৪), মেহেদী হাসান মিরাজরা (৪)। 

আহরার আমিন ৩১*, হাবিবুর রহমানরা (১৯*) উইকেট বাঁচিয়ে খেললে বিসিবি রেড হার এড়াতে পারে। ৪১ ওভারে ৬ উইকেটে তাঁরা তোলে ১৪৭ রান, শেষ হয় শেষ দিনের খেলা। ম্যাচ হয় ড্র। বিসিবি গ্রিনের পক্ষে ২ উইকেট নেন অধিনায়ক তাইজুল ইসলাম। ১ টি করে শিকার খালেদ আহমেদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান সোহাগ ও নাইম হাসানের। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three