Image

মাহমুদউল্লাহর ফিফটিতে বাংলাদেশের ১৫৭

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মাহমুদউল্লাহর ফিফটিতে বাংলাদেশের ১৫৭

মাহমুদউল্লাহর ফিফটিতে বাংলাদেশের ১৫৭

মাহমুদউল্লাহর ফিফটিতে বাংলাদেশের ১৫৭

জিম্বাবুয়ের বিপক্ষে আজকের একাদশে বাংলাদেশ খেলিয়েছে ১০ ব্যাটার (অলরাউন্ডার সহ)। তবে এত ব্যাটার নিয়েও মিরপুরে আজ ১৫৭ এর বেশি করতে পারেনি বাংলাদেশ। ওপেনারদের ব্যর্থ হবার দিনে ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। এদিন ৩ পরিবর্তন আসে বাংলাদেশ একাদশে। বিশ্রাম শেষে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান। 

দুই ওপেনার ব্যর্থ হন। তানজিদ হাসান তামিম ৫ বলে ২ ও সৌম্য সরকার ৭ বলে ৭ রান করেন। চারে নামা তাওহীদ হৃদয় ৬ বলে ১ রানের বেশি করতে পারেনি। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন রানে ফেরেন। ২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন তিনি। 

তবে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৪ রান করে থামেন তিনি। সাকিব আল হাসান ১৭ বলে ১ ছয়ে ২১ রান করেন। জাকের আলি অনিক ১১ বলে ১ চার ও ২ ছয়ে ২৪ রান করে অপরাজিত থাকলে বাংলাদেশ ১৫৭ অব্দি পৌঁছায়। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

বাংলাদেশ ১৫৭/৬ (২০), তামিম ২, সৌম্য ৭, শান্ত ৩৬, হৃদয় ১, মাহমুদউল্লাহ ৫৪, সাকিব ২১, জাকের ২৪*, সাইফউদ্দিন ৬*; মুজারাবানি ৪-১-২২-২, বেনেট ৩-১-২০-২, মাসাকাদজা ২-০-২৩-১, জঙ্গে ৪-০-৩৩-১। 
 

Details Bottom