Image

নিজেকে বিশ্রাম দিতে চান বলে খেলছেন না ম্যাক্সওয়েল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিজেকে বিশ্রাম দিতে চান বলে খেলছেন না ম্যাক্সওয়েল

নিজেকে বিশ্রাম দিতে চান বলে খেলছেন না ম্যাক্সওয়েল

নিজেকে বিশ্রাম দিতে চান বলে খেলছেন না ম্যাক্সওয়েল

সোমবার (১৫ এপ্রিল) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে খেলেননি গ্লেন ম্যাক্সওয়েল।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার নিজের মানসিক ও শারীরিক সুস্থতার ব্যাপারে নজর দিচ্ছেন। আর সে কারণে দলের ম্যানেজমেন্টের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে তাকে এখন কিছুটা বিশ্রাম দেওয়া হয় এবং তার বদলে অন্য কাউকে চেষ্টা করানো হয়। 

আইপিএলের চলতি মৌসুমে রান পাওয়া নিয়ে বেশ ভুগছেন ম্যাক্সওয়েল। সোমবারের ম্যাচের আগে ৬ ইনিংস ব্যাট করে মাত্র ৩২ রান সংগ্রহ করেন এই অজি ব্যাটার, যেখানে গড় ৫.৩৩। ধারণা করা হচ্ছিল কোনো এক চোটের কারণে সম্ভবত হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলছেন না তিনি। তবে ব্যাপারটি এমন  ছিল না। 

বেঙ্গালুরুর হারের পর ম্যাক্সওয়েল জানান, "আমার কাছে এটা অনেকটাই সহজ সিদ্ধান্ত ছিল।"

"আমি ফ্যাফ (ডু প্লেসি) ও কোচদের কাছে যাই শেষ ম্যাচের পর।৷ এবং জানাই যে, এখন সম্ভবত অন্য কাউকে দিয়ে চেষ্টা করানো উচিত। আমি এরকম পরিস্থিতিতে এর আগেও ছিলাম, যেখানে ম্যাচ খেলতে খেলতে আরও গর্তে চলে যাওয়ার মতো ব্যাপার ঘটে। আমি মনে করি, এটা ঠিক সময় যে নিজের মানসিক ও শারীরিক বিষয়গুলোর কথা চিন্তা করে কিছুটা বিশ্রাম দেওয়া।"

সবকিছু মিলিয়ে নিজেকে সুস্থ ও সতেজ মনে করলে আবারও দলের জন্য ভূমিকা রাখতে পারবেন বলে ম্যাক্সওয়েল আশা করেন। 

আইপিএল ২০২৪  শুরু করার আগে টি-টোয়েন্টি'তে দারুণ ফর্মে ছিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। নভেম্বর থেকে ১৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২.৪৬ গড়ে সংগ্রহ করেন ৫৫২ রান। যেখানে তার স্ট্রাইক রেট ১৮৫.৮৫। এই সময়ের মধ্যে তিনি ২ টি শতক হাঁকিয়েছেন। 

আইপিএলের চলতি আসরে প্রথম বলে শূন্য রানে ফিরেছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এরপর তিনি আরও দুইটি শূন্য রানের ইনিংস খেলেন। যে ম্যাচগুলোতে রান করেছেন; পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ রান, কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ২৮ রান, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিরেছেন ১ রান করে।

ম্যাক্সওয়েল বিশ্বাস করেন, টি-টোয়েন্টি ক্রিকেট মাঝেমধ্যে এমন হতে পারে। তবে এটাই যে শেষ কথা তা নয়। আবারও ফিরে আসার ব্যাপারে কার্যকরী সকল পন্থা অনুসরণ করে এগিয়ে যাওয়া এবং পারফর্ম করার মতো মানসিকতা রাখার ব্যাপারে এই অজি ব্যাটার প্রতিজ্ঞাবদ্ধ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three