Image

অবসর ভেঙে ফিরে এলেন ইমাদ ওয়াসিম, খেলতে চান বিশ্বকাপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবসর ভেঙে ফিরে এলেন ইমাদ ওয়াসিম, খেলতে চান বিশ্বকাপ

অবসর ভেঙে ফিরে এলেন ইমাদ ওয়াসিম, খেলতে চান বিশ্বকাপ

অবসর ভেঙে ফিরে এলেন ইমাদ ওয়াসিম, খেলতে চান বিশ্বকাপ

অবসর ভেঙে ফিরে এলেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানি ক্রিকেটার ইমাদ, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে সম্প্রতি পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) আশাব্যঞ্জক পারফরম্যান্স, পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে অবসরের সিদ্ধান্ত বদল করেছেন তিনি।

পিএসএলে শাদাব খানের অধিনায়কত্বে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন ইমাদ। মুলতান সুলতান্সের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন এই পাকিস্তানি অলরাউন্ডার। যেখানে বল হাতে ২৩ রান দিয়ে ৫ উইকেট শিকারের পর, ব্যাট হাতে অপরাজিত ১৯ রান করে দুর্দান্ত এক ম্যাচ জিতে প্যাভিলিয়নে ফিরেছেন।

টুর্নামেন্ট’জুড়ে ব্যাট ও বল, উভয় দিকে পারফর্ম করেছে এই অলরাউন্ডার। ১২ ম্যাচ খেলে ব্যক্তিগত রানের খাতায় ২১ গড়ে ১২৬ রান, স্ট্রাইক রেট যেখানে ১২৮.৫৭। এছাড়াও বল হাতে ১২ টি উইকেট শিকার করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আজ ইমাদ উল্লেখ করেছেন, “আমি এটি ঘোষণা করতে পেরে খুশি যে, পিসিবি অফিশিয়ালদের সভাতে অংশ নেওয়ার পরে, আমি আমার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। আমি আনন্দিত যে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখছি।”

তিনি আরও লিখেছেন, “আমার উপর আস্থা রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি আমার দেশের খ্যাতি অর্জনে সেরাটাই দিব। পাকিস্তান সবার আগে!”

সব সংস্করণ মিলিয়ে, ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ১২১ টি ম্যাচ খেলেছে। যেখানে ১৪৭২ রান ও ১০৯ টি উইকেট শিকার করেছে।

ইমাদ পাকিস্তানের ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অংশ ছিলেন। তবে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জাতীয় দলে অভিষেকের জন্য। তিনি ২০২৩ সালের এপ্রিলে সর্বশেষ পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three