Image

লড়াই করেই নেদারল্যান্ডসের কাছে হারল নেপাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লড়াই করেই নেদারল্যান্ডসের কাছে হারল নেপাল

লড়াই করেই নেদারল্যান্ডসের কাছে হারল নেপাল

লড়াই করেই নেদারল্যান্ডসের কাছে হারল নেপাল

নেপালকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে নেদারল্যান্ডস। 

মঙ্গলবার রাতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। টসে জিতে আগে নেপালকে ব্যাট করতে পাঠায় ডাচ অধিনায়ক। টসে হেরে ব্যাট করতে নেমে ডাচ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় নেপালের ব্যাটাররা। ৪ বল বাকি রেখে ১৯.২ ওভারে ১০৬ রানে অলআউট হয় নেপাল। 

নেপালের ইনিংসের শুরুতেই দলীয় ১০ রানে প্রথম উইকেটের পতন ঘটে। দ্রুতই আউট হয়ে যান ২ ওপেনার। তৃতীয় উইকেট জুটিতে অনিল সাহ ও রোহিত পাউডেল মিলে স্কোরকার্ডে জমা করেন ২৫ রান। 

এই জুটি ভাঙার পর আর কাউকে সঙ্গে পাননি রোহিত। একাই তিনি ১৬ ওভার পর্যন্ত লড়ে যান, অন্য পাশে চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। নেপাল অধিনায়ক ৩৭ বলে ৭টি চারে ৩৫ রান করে আউট হন। শেষ দিকে গুলশান ঝা ১৫ বলে ১৪ ও কারান কেসি ১২ বলে ১৭ রান করেন।

নেদারল্যান্ডসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ১০৬ রানের মধ্যো আটকে যায় নেপাল। ডাচদের হয়ে টিম প্রিঙ্গেল ৪ ওভারে ২০ রানে ৩টি উইকেট নেন। লোগান ফন বিকেরও শিকার ৩ উইকেট। পল ভন মিকেরেন ও বাস ডে লেডে ২টি করে উইকেট নেন। 

১০৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস, ফিরে যান ওপেনার মাইকেল লেভিট। দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে চাপ সামলান হাফ সেঞ্চুরি করা ম্যাক্স ও'দাউদ এবং বিক্রমজিত সিং। বিক্রমনজিতের বিদায়ে ভাঙে এই জুটি, ২৮ বলে ৪টি চারে ২২ রান করেন তিনি।

এরপর সাইব্যান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে আগান ও'দাউদ, এই জুটি থেকে আসে ২৯ বলে ২৮ রান। দাউদ খেলেন ৪৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানের ইনিংস। ফলে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় নেদারল্যান্ডস।

নেপালের হয়ে ১ টি করে উইকেট পান সম্পাল কামি, দীপেন্দ্র সিং ও অবিনাশ বোহরা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three