Image

সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে সিরিজ জিতল টাইগার যুবারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে সিরিজ জিতল টাইগার যুবারা

সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে সিরিজ জিতল টাইগার যুবারা

সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে সিরিজ জিতল টাইগার যুবারা

চতুর্থ ও শেষ ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। এই জয়ে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলো বাংলাদেশের যুবারা। বৃষ্টির কারণে একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ আগে ব্যাট করতে নেমে টাইগার যুবাদের বোলিং আক্রমণের সামনে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দল। জবাবে প্রায় ৩০ ওভার বাকি রেখে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে ফেলে বাংলাদেশ। 

ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই ওপেনার নুরুল্লাহ আইয়ুবিকে হারায় সফরকারীরা। আরেক ওপেনার আকসাট রাই ১৫ রান করে রান আউট হয়ে ফিরে যান। মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে আরব আমিরাত যুবারা। 

বাংলাদেশের ক্রমাগত বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়েন আরব আমিরাতের ব্যাটাররা। কেউই বেশিক্ষণ টিকতে পারছিলেন না ক্রিজে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন উদিস সুরি। তাছাড়া ২৩ রান করেন ইয়াইন কিরান। 

বাংলাদেশের হয়ে মাত্র ৪ রান খরচা করে ৪ উইকেট পান দেবাশীষ  সরকার।

 

১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ রানের ওপেনিং জুটি গড়েন জাওয়াদ আবরার এবং কালাম সিদ্দিকী এলিন। ৪৬ বলে ৪১ রান করে ফিরে যান জাওয়াদ। বাকি সময় টা কালামকে সঙ্গ দেন শাহরিয়ার আজমির। মাত্র ২০.৪ ওভারে নির্ধারিত লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। কালাম অপরাজিত থাকেন ৪১ রানে এবং আজমির ৩৯ রানে। ম্যাচের সেরা খেলোয়াড় হন জাওয়াদ আবরার।

সিরিজ জুড়ে দারুণ পারফর্ম করা দেবাশীষ সরকার হন সিরিজসেরা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three