Image

সুপার ওভার থ্রিলারে রংপুর রাইডার্সের হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সুপার ওভার থ্রিলারে রংপুর রাইডার্সের হার

সুপার ওভার থ্রিলারে রংপুর রাইডার্সের হার

সুপার ওভার থ্রিলারে রংপুর রাইডার্সের হার

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি হার দিয়ে শুরু করল রংপুর রাইডার্স। খুব কাছেও গিয়ে রংপুর রাইডার্স জিততে না পেরে ম্যাচ অবিশ্বাস্যভাবে করল টাই। সুপার ওভারে হ্যাম্পশায়ারের কাছে হার রংপুরের। ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ফিফটি হাঁকানো শান মাসুদ।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে খুশদিল শাহ কেবল এক ছক্কায় মোট ১২ রান তুলে দেন রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে। এই রান ডিফেন্ড করতে ফাইফার পাওয়া জ্যাক চ্যাপেলের ওপর আস্থা রাখে রংপুর। কিন্তু লিয়াম ডাওসন আর শান মাসুদ হ্যামশায়ারকে জিতিয়ে দেন এক বল হাতে রেখেই। 

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানের সংগ্রহ পায় হ্যাম্পশায়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন পাকিস্তানের শান মাসুদ। মাত্র পাঁচ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। এছাড়া ওপেনার আলি ওর খেলেন ২৮ রানের ইনিংস। 

বাংলাদেশের বোলারদের মধ্যে উইকেট পান কেবল রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে শেখ মেহেদী উইকেটশূন্য থাকলেও রান খরচ করেন ৪ ওভারে ৩৩। ফাইফারের স্বাদ নেন রংপুর রাইডার্সের ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। রিশাদ ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাইফউদ্দিনের রান দিয়েছেন ২২, পেয়েছেন উইকেট। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার ও স্টেভেন টেইলরের ব্যাট থেকে ৪.৩ ওভারেই আসে ৪৬ রান। ১২ বলে ২০ রান করে টেইলর বিদায় নিলে ভাঙে জুটি। পরের ওভারে সৌম্য বিদায় নেন ব্যক্তিগত ২৭ রানে। গোল্ডেন ডাক হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। 

অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে করেছেন ২৪ রান। খুশদিল শাহর ব্যাট থেকে আসে ২৫ রান। তবে রংপুর রাইডার্সকে এদিন হতাশ করেছেন শেখ মেহেদী। বল হাতে ব্যর্থ হয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১৯তম ওভারে আউট হয়েছেন ৯ বল খেলে, রান করেছেন কেবল ৩। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন আর রিশাদ হোসেন মিলে করেছেন ৬ রান। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ৭ রান। শেষ বলে রিশাদ দৌড়ে দুই নিলে ম্যাচ হয় টাই। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three