Image

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমির দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমির দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমির দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমির দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর দুই স্বাগতিক দেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সেমিফাইনালের পথে টিকে থাকলো ক্যারিবিয়ানরা। অন্যদিকে টানা ২ হারে শেষ চার থেকে অনেকটাই ছিটকে পড়লো যুক্তরাষ্ট্র।

টসে হেরে ব্যাট করতে নেমে ১২৮ রানেই গুটিয়ে যায় মার্কিনদের ইনিংস। জবাবে শেই হোপের ছক্কা তান্ডবে মাত্র ১০.৫ ওভারে ই লক্ষ্যে পৌছে ৯ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবিয়ারা। এই জয়ে নেট রান রেটে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। 

ব্রিজটাউনে যুক্তরাষ্ট্রের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৩ রানে। তবে ওপেনার টেইলের আউটের পর জুটি গড়েন আন্দ্রে গস ও নিতিশ কুমার। নিতিশকে আউট হন দলীয় ৫১ রানে আর তাতেই ঘটে ছন্দপতন। স্কোরবোর্ডে আর ৯ রান যোগ করতেই আউট হন আক্রমণাত্মক খেলতে থাকা গস। ১৬ বলে ২৯ রানে ফেরেন তিনি। 

তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র। শেষদিকে স্লগে ফন সাকালকি ১৮ ও আলী খান ১৪ রান। 

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দারুণ বোলিংয়ে ১ বল বাকি থাকতেই ১২৮ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। ১৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার হন রস্টন চেজ।  আন্দ্রে রাসেলও নেন ৩ উইকেট। আলজারি জোসেফ নিয়েছেন দুটি। 

১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিংয়ের জায়গায় ওপেনিংয়ে নামা শেই হোপ খেলেন ৩৯ বলে ৮২ রানের টর্নেডো ইনিংস। তার ব্যাট থেকে আসে ৮ টি ছক্কা! সাথে চার মারেন ৪ টি। 

এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র আউট হওয়া ব্যাটার জনসন চার্লস করেন ১৪ বলে ১৫ রান। ওয়ান ডাউনে নিকোলাস পুরান খেলেন ক্যামিও। তিনি করেন ১২ বলে ২৭ রান। এতে করে  ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় ক্যারিবিয়ানরা।

Details Bottom