Image

রিয়ান পরাগের ইনিংসে ভর দিয়ে জিতল রাজস্থান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রিয়ান পরাগের ইনিংসে ভর দিয়ে জিতল রাজস্থান

রিয়ান পরাগের ইনিংসে ভর দিয়ে জিতল রাজস্থান

রিয়ান পরাগের ইনিংসে ভর দিয়ে জিতল রাজস্থান

রিয়ান পরাগের অসাধারণ এক ইনিংসে রাজস্থান রয়্যালসের যে সংগ্রহ দাঁড়ায়, তা ভেদ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান পর্যন্ত তুলতে পারে দিল্লি। ফলে কাছাকাছি যেয়েও ১২ রানের ব্যবধান থেকে যায়। 

১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে ব্যাট হাতে নামেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। শুরুটা দুই ওপেনার ভালো করলেও মার্শকে ফিরতে হয় ১২ বলে ২৩ রানে, ইম্প্যাক্ট হিসেবে নামা নান্দ্রে বার্গারের শিকার হয়ে। একই ওভারে বার্গারের ঠিক পরের ডেলিভারিতে ফেরেন রিকি ভুই। 

বিপদে পড়ে দিল্লি। অধিনায়ক রিশাব পান্টের ধীর লয়ের ইনিংসের সাথে পাল্লা দিয়ে রান এগিয়ে নিতে চেষ্টা করে যান ওয়ার্নার। দলীয় ৯৭ রানে ফিরতে হয় এই অজি ওপেনারকে। ৩৪ বলে ৪৯ রানে আভেশ খানের শিকার হন তিনি। 

পান্টও ফেরেন তার এক ওভার পরেই। ২৬ বলে ২৮ রান দিয়ে যুজবেন্দ্র চাহালের বলে কট বিহাইন্ড হয়ে। দিল্লির পক্ষে চেষ্টা করেছেন ট্রিস্টান স্টাবস। তবে তার ২৩ বলে ৪৪ রানের ইনিংসও শেষ পর্যন্ত জেতাতে পারেনি দলকে। শেষ ৬ বলে দরকার ছিল ১৭ টি রান। আভেশের সেই ওভারে কেবল ৪ টি রান সংগ্রহ করতে পারেন স্টাবস ও আক্সার প্যাটেল। 

রাজস্থানের পক্ষে নান্দ্রে বার্গার ছাড়াও চাহাল ২ টি উইকেট সংগ্রহ করেছেন। 

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা রাজস্থানের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৯ রানে ইয়াশাসভি জাইসাওয়ালের উইকেট হারায় তারা। এরপর দলের রান ৩০ ও ৩৬ থাকা অবস্থায় ফিরে যান জস বাটলার ও সানজু স্যামসন। হাল ধরেছিলেন কেবল একজন, পরাগ। 

রবিচন্দ্রন অশ্বিন এসেও পরাগকে ভালো সমর্থন দেন। এই স্পিন অলরাউন্ডারের ব্যাটে আসে ১৯ বলে ২৯ টি রান। শেষদিকে ধ্রুব জুরেলের ১২ বলে ২০ রান এবং শিমরন হেটমায়ারের অপরাজিত ৭ বলে ১৪ রানের ইনিংসের সাথে পরাগের দুর্দান্ত এক ইনিংসে ভালো সংগ্রহ জোটে রাজস্থানের খাতায়। 

পরাগ অপরাজিত ছিলেন ৪৫ বলে ৮৪ রানে। যে ইনিংসে ৬ টি ছক্কা ও ৭ টি চারের মার ছিল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three