Image

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না: সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না: সাকিব

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না: সাকিব

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না: সাকিব

সাকিব আল হাসান নেই জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে। তবে নিশ্চিতভাবেই এই তারকা অলরাউন্ডার ফিরছেন শেষ দুই ম্যাচের স্কোয়াডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ইভেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ। সাকিব মনে করেন, জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। সাকিব পরিষ্কার করেই বলে দিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম বিবেচনা করে বিশ্বকাপ চিন্তা খুবই ভুল হবে।

অস্ট্রেলিয়ায় ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে টাইগারদের আরেক প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এবার বাংলাদেশ দল ২০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলে।

বিশ্বকাপের ঠিক আগে হোমে প্রস্তুতি হিসাবে জিম্বাবুয়ের সাথে সিরিজ। সাকিবের মতে যা ভুল, দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে ভালো প্রস্তুতি নেওয়া যায় না। 

'দেখুন, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সাথে খেলা বিবেচনা করে যদি আমি বিশ্বকাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল ধারণা হবে। বিশ্বকাপ ভিন্ন জায়গা আমরা যত বেশি চাপ সামলাতে পারব তত ভালো করার সম্ভাবনা আছে।'

'আমি যেটা বললাম অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন একটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন আপনি যেটা বললেন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দলের সঙ্গে নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলে যখন বিশ্বকাপে খেলতে গিয়েছি। স্বাভাবিকভাবেই ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পেরেছি। অবশ্যই এটা আদর্শ না। খুব সম্ভবত এটাই আমাদের সেরা অবস্থান ছিল প্রস্তুতি নেয়ার জন্য।'

রুবেল হোসেনের বাইকের শোরুম উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাকিব আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি কেমন হবে। 

সাকিবের মতে, 'খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার একটা বড় কারণ হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। একই সঙ্গে ওই জায়গাটা সম্পর্কে জানা। খুব বেশি খেলোয়াড় নাই যে যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডাতে হয়ত আমরা কয়েকজন খেলোয়াড় যাদের খেলার অভিজ্ঞতা আছে। ওইটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three