লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক সাকিব, দলে আছেন ডেভিড-মিলস
-
1
পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন
-
2
সুপার ওভারের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন সৌম্য সরকার
-
3
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন
-
4
আটলান্টায় বদলে যাওয়া সাকিব, এখনো বিদায় নেয়ার স্বপ্ন দেখেন দেশের মাটিতেই
-
5
পুরনো স্মৃতির ছোঁয়ায় জিম্বাবুয়ের আফগান জয়
লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক সাকিব, দলে আছেন ডেভিড-মিলস
লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক সাকিব, দলে আছেন ডেভিড-মিলস
সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে আনুষ্ঠানিকভাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক হিসাবে প্রকাশ করে এলএ ওয়েভস।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের সাকিব আল হাসান। হেড কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার।
সাকিবের নেতৃত্বে একই দলের খেলবেন টিম ডেভিড, অ্যাডাম রসিংটন, টাইমাল মিলসরা। টুর্নামেন্টে সাকিবের দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে আজ ৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯টায়। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে সুরেশ রায়না, মোহাম্মদ হাফিজ, তাব্রাইজ শামসিদের।
৪ অক্টোবর শুরু হয়ে ফাইনাল গড়াবে ১৪ অক্টোবর। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। সবগুলো ম্যাচ একই ভেন্যু ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে অনুষ্ঠিত হবে।
লস অ্যাঞ্জেলেস ওয়েভস স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), টিম ডেভিড, টড অ্যাস্টল, ওয়াকাস সালিম, পঙ্কজ কামপিল, জাগপ্রিত সিং, রিশি রমেশ, মাজিদ জুবায়ের, জর্জ মুন্সি, রুম্মান রাইস, অ্যাডাম রসিংটন, টাইমাল মিলস, জো বার্নস, সেফান এসকিনাজি।
