Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সুযোগ দেখছেন মোহাম্মদ হাফিজ, দিলেন ব্যাখ্যা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সুযোগ দেখছেন মোহাম্মদ হাফিজ, দিলেন ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সুযোগ দেখছেন মোহাম্মদ হাফিজ, দিলেন ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সুযোগ দেখছেন মোহাম্মদ হাফিজ, দিলেন ব্যাখ্যা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ এখন অব্দি প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপালদের পেছনে ফেলে নিশ্চিত করেছে সুপার এইট খেলা। সেখানে তাঁদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রাত পোহালে অজি চ্যালেঞ্জ টাইগারদের সামনে। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ যে চ্যালেঞ্জে উতরে যাবার সম্ভাবনাও দেখছেন। 

ইউটিউবে পডকাস্ট চ্যানেল ক্লাব প্রেইরি ফায়ারে আলাপ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, সাবেক ইংলিশ কাপ্তান মাইকেল ভন ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। 

সেখানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে টাইগারদের সুযোগ আছে কিনা এমন প্রশ্নে টাইগারদের সম্ভাবনা নাকচ করে দেন গিলক্রিস্ট। তবে মোহাম্মদ হাফিজের মতে কন্ডিশন যদি স্পিন নির্ভর হয় তাহলে বাংলাদেশের ভালো সুযোগ আছে।

মোহাম্মদ হাফিজ বাংলাদেশের সুযোগের প্রশ্নে বলেন, 'এটা নির্ভর করছে তাঁরা কোন পিচে খেলবে, যদি পিচ গ্রাফটি হয়, স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে বাংলাদেশ যেকোন দলকে চ্যালেঞ্জ করতে পারে। তাঁরা ভালো খেলছে, তাঁদের স্পিন অ্যাটাক আছে, ফাস্ট বোলাররা ভালো করছে। অবশ্য তাঁদের ব্যাটারদের ঐ উইকেটে ব্যাট করা কঠিন হবে। যদি পিচ ওভাবে তৈরি হয় তাহলে তাঁরা যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।'

 

'অস্ট্রেলিয়া যেকোন কন্ডিশনে এগিয়ে থাকবে। তবে বাংলাদেশ যেভাবে সঠিক বোলিং অ্যাটাক নিয়ে খেলছে এই মুহূর্তে তাতে আমার মনে হয় কন্ডিশন তাদেরকে সাহায্য করলে তাঁরা চ্যালেঞ্জ জানাতে পারবে।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three