মুস্তাফিজের থেকে পার্পল ক্যাপ হাত বদলে এখন বুমরাহর কাছে
-
1
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
2
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
3
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
4
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
5
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
মুস্তাফিজের থেকে পার্পল ক্যাপ হাত বদলে এখন বুমরাহর কাছে
মুস্তাফিজের থেকে পার্পল ক্যাপ হাত বদলে এখন বুমরাহর কাছে
৮ এপ্রিল চেন্নাইয়ে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের করে নেন মুস্তাফিজুর রহমান। ৯ উইকেট নিয়ে ছিলেন শীর্ষে।
তবে তা গতকাল অব্দি দুইবার হাত বদল হয়েছে। ১০ এপ্রিল জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট। তাতে মুস্তাফিজকে টপকে ১০ উইকেট নিয়ে শীরশষ উইকেট সংগ্রাহক হয়ে যান তিনি। বুঝে পান পার্পল ক্যাপ।
তবে গতকাল (১১ এপ্রিল) ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরাহ ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হন।
৪ ইনিংসে ৯ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এখন আছেন উইকেট সংগ্রাহকের তালিকার ৩ নম্বরে। সমান ১০ উইকেট করে পাওয়া জাসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল খেলেছেন ৫ টি করে ম্যাচ।
এখন অব্দি আইপিএল ২০২৪ এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (সেরা ১০)-
১. জাসপ্রীত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)- ৫ ইনিংসে ১০ উইকেট
২. যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)- ৫ ইনিংসে ১০ উইকেট
৩. মুস্তাফিজুর রহমান (চেন্নাই সুপার কিংস)- ৪ ইনিংসে ৯ উইকেট
৪. আর্শদ্বীপ সিং (পাঞ্জাব কিংস)- ৫ ইনিংসে ৮ উইকেট
৫. মোহিত শর্মা (গুজরাট টাইটান্স)- ৬ ইনিংসে ৮ উইকেট
৬. জেরাল্ড কোয়েটজে (মুম্বাই ইন্ডিয়ান্স)- ৫ ইনিংসে ৮ উইকেট
৭. খলিল আহমেদ (দিল্লি ক্যাপিটালস)- ৫ ইনিংসে ৭ উইকেট
৮. কাগিসো রাবাদা (পাঞ্জাব কিংস)- ৫ ইনিংসে ৭ উইকেট
৯. উমেশ যাদব (গুজরাট টাইটান্স)- ৬ ইনিংসে ৭ উইকেট
১০. মায়াঙ্ক যাদব (লখনৌ সুপার জায়ান্টস)- ৩ ইনিংসে ৬ উইকেট।
