হতাশ শান্ত প্রশংসা করলেন হাসান, মিরাজ, সাকিবদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হতাশ শান্ত প্রশংসা করলেন হাসান, মিরাজ, সাকিবদের

হতাশ শান্ত প্রশংসা করলেন হাসান, মিরাজ, সাকিবদের

হতাশ শান্ত প্রশংসা করলেন হাসান, মিরাজ, সাকিবদের

সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও হারের স্বাদ পেল বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে একেবারেই সুবিধা করে উঠতে পারল না বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখেমুখে ভেসে উঠল সে হতাশা। ক্রিকেটাররা মাঠে রান করার প্রয়াস দেখানোর পরেও, তা বড় স্কোরে না নিতে পারা– তা নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বললেন শান্ত। জানালেন, প্রথম শ্রেণির ক্রিকেটে আরো বেশি মনোযোগী হওয়ার কথা।

শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্য মোকাবিলা করতে গিয়ে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। পরাজয়ের গ্লানি নিয়ে শেষ করেছে ম্যাচ। সে পরাজয়ের মাত্র ১৯২ রানের। স্বাভাবিকভাবে দলের ভালো থাকার কথা নয়। নতুনভাবে ৩ সংস্করণের দায়িত্ব দেওয়া অধিনায়ক শান্ত’র কথাতেও তা পরিস্কার হয়ে যায়।

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে শান্ত জানান, “আপনি যদি আমাদের ব্যাটিং দেখেন, সবাই থিতু হয়েছে কিন্তু বড় স্কোর পায়নি। এটা চিন্তার বিষয়। আপনি থিতু হলে আপনাকে স্কোর করতে হবে। আমাদের আরও প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে।”

মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাসদের কথা বলা যায়। মুমিনুল ফিরেছেন ৫০ রানে, সাকিব ৩৬ রানে, লিটন ৩৮ রানে। একমাত্র মেহেদী হাসান মিরাজ খেলেছেন অপরাজিত ৮১ রানের ইনিংস। মিরাজের মতো এমন ইনিংস লম্বা করার কথা ছিল বাকিদেরও। যা তারা ভালো শুরুর পরেও করতে পারেননি। শান্ত’র হতাশা হয়ত এখানেই। তাই বেশি বেশি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার প্রতি গুরুত্ব দিতে চাইলেন তিনি।

হাসান মাহমুদ, সাকিব ও মিরাজের প্রশংসা করেছেন শান্ত। তিনি বলেন, “হাসান মাহমুদ যেভাবে বোলিং করেছে তা ইতিবাচক। সাকিব ভাইয়ের বোলিং–ব্যাটিং সত্যিই ভাল এবং মেহেদি হাসানও ভাল ব্যাটিং করেছে।”