Image

তিন পেসার নিয়ে চেন্নাইয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তিন পেসার নিয়ে চেন্নাইয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

তিন পেসার নিয়ে চেন্নাইয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

তিন পেসার নিয়ে চেন্নাইয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

ভারত ১৭টি হোম টেস্ট সিরিজে অপরাজিত, যা নভেম্বর ২০১২ থেকে শুরু হয়েছিল। বিপরীতে, সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। সদ্য পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। চেন্নাইয়ে টসে জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে বেছে নিলেন বোলিং। 

ভারতের বিপক্ষে জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে অতীতের চেয়ে এবার অনেক বেশি প্রস্তুত বাংলাদেশ। গত মাসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ী একাদশে পরিবর্তন আনা হয়নি। তিন পেসার নিয়ে বোলিং আক্রমণে বাংলাদেশ।  

চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ভারত। যেহেতু ৮ মাস আগে টেস্ট খেলেছে, এজন্য কিছুটা চাপে থাকবে ভারত। প্রতিপক্ষের চাপে থাকার সুযোগটা লুফে নিতে চাইবে বাংলাদেশ। ৬২৯ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরলেন উইকেটকিপার ব্যাটার রিশাব পান্ট। ভারতের পেস আক্রমণে জাসপ্রীত বুমরাহর সঙ্গে মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ। 

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও প্রতিবেশী দেশে বাংলাদেশ টেস্ট খেলেছে কেবল ৩ টি। ২০১৭ সালে হায়দ্রাবাদে প্রথমবার ভারতের মাটিতে দুই দল টেস্ট খেলে। এরপর ২০১৯ এ ইনদোর টেস্টের সাথে ইডেন গার্ডেন্সে পিংক বল টেস্ট। বলাই বাহুল্য ৩ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ-জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা। 

ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশভি জাইসাওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাব পান্ট (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ। 

Details Bottom