Image

ভারত সিরিজের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্তে যাবে বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত সিরিজের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্তে যাবে বিসিবি

ভারত সিরিজের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্তে যাবে বিসিবি

ভারত সিরিজের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্তে যাবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদের প্রথম বোর্ড সভা, বিসিবি কার্যালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে ছিল সাকিব আল হাসান ইস্যুও। বর্তমানে পাকিস্তান সিরিজে ব্যস্ত থাকা সাকিব এরপর যাবেন ইংল্যান্ড কাউন্টিতে, ভারতে খেলবে খেলবেন আসন্ন সিরিজ। হত্যা মামলার অভিযোগে থাকা সাকিব আল হাসানের ব্যাপারে ভারত সফরের পর সিদ্ধান্ত নেবে বিসিবি। 

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ক্ষমতার পালাবদলে বিপর্যস্ত সাকিব আল হাসান। আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। জুলাই, আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হলে সাকিব হারান সংসদ সদস্য পদ। তার রাজনৈতিক দল ক্ষমতা হারালেও সাকিব এখনও জাতীয় দলের ক্রিকেটার। তবে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে এই তারকা অলরাউন্ডারকে। তাতেই শঙ্কার কালো মেঘ সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের আকাশে। 

হত্যা মামলার অভিযোগ মাথায় নিয়েই অবশ্য রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে খেলেছেন সাকিব আল হাসান। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে সাকিবের ক্রিকেটীয় পারফরম্যান্সে কোন প্রভাব পড়েনি। খেলা চালিয়ে যাবেন সাকিব পরের ম্যাচ ও সিরিজে, পাশে আছে বিসিবিও। পাকিস্তান সিরিজের পর অবশ্য দেশে ফিরছেন না। আগেই এনওসি নিয়ে রাখা সাকিব কাউন্টি খেলতে যাবেন ইংল্যান্ডে। 

সেপ্টেম্বরের মাঝামাঝিতে সাকিব ভারত সফরে যাবেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে। দেশের বাইরে থেকেই কি জাতীয় দলে খেলে যাবেন, দেশের মাঠে সিরিজে কি করবেন? ভারত সফরের পরই মূলত সাকিবের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি; ফারুক আহমেদ দিয়েছেন যে উত্তর,

'সাকিবের ইস্যুতে ওইখানেই আছি আমরা এখনও। সাকিবের মামলাটি কোনো দিকে না গেলে সে খেলতে পারবে। এটা আমরা বলে দিয়েছি।'

'একটা এনওসি ওর আছে, আমরা জানি কাউন্টি খেলতে যাওয়ার কথা সারের হয়ে। আমার আসার আগেই এনওসিটা নিয়ে নিয়েছে। এখন হয়তো আসবে না (দেশে), ভারত সিরিজটা বাইরে থেকেই খেলবে, যেহেতু এনওসি দিয়ে দেওয়া হয়েছে। ভারত সিরিজের পরে আমরা ঠিক করব পরবর্তী 'প্ল্যান অব অ্যাকশন' কী হবে।'

সভাপতি হিসেবে এটাই ছিল ফারুক আহমেদের প্রথম বোর্ড সভা। ১৩তম বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি।

Details Bottom