শহীদ ছাত্র-জনতার জন্য ক্রিকেটারদের শোক ও দোয়া
শহীদ ছাত্র-জনতার জন্য ক্রিকেটারদের শোক ও দোয়া
শহীদ ছাত্র-জনতার জন্য ক্রিকেটারদের শোক ও দোয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে শিক্ষার্থী ও জনতার শত শত মৃ'ত্যু। শহীদদের জন্য শোক জানাতে এক মিনিট নীরবতা পালন করে আজ মিরপুরের মাঠে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটাররা।
৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর পুরো দেশ জুড়েই শুরু হয় উল্লাস। আজ মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন।
কোচ মিজানুর রহমানের অধীনে অনুশীলন শুরুর আগে আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার স্মরণে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা ক্রিকেটারদের। জুলাই ও আগস্ট মাসে সহিংসতার কারণে সারা দেশে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।
মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসানসহ টেস্ট দলের আরও অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। টেস্ট সিরিজের প্রস্তুতি অংশ হিসেবে মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞরা খেলবেন ‘এ’ দলের হয়ে।
এবারের আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। প্রচলিত ছাত্রসংগঠনও সেভাবে রাস্তায় নামেনি। নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ক্যাম্পাসের আন্দোলন বৃহত্তর রাজপথে ছড়িয়ে যায়। ৯ দফার আন্দোলন ১ দফা অর্থাৎ শেখ হাসিনার সরকারের পদত্যাগে গড়ায়। এরপর গত কয়েক দিন ঢাকার রাজপথ নয়, সমগ্র দেশ হয়ে ওঠে আন্দোলনের মুক্তাঙ্গন।