Image

বিশ্বকাপ থেকে বাদ কিং, বদলি কাইল মায়ের্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ থেকে বাদ কিং, বদলি কাইল মায়ের্স

বিশ্বকাপ থেকে বাদ কিং, বদলি কাইল মায়ের্স

বিশ্বকাপ থেকে বাদ কিং, বদলি কাইল মায়ের্স

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে ব্র্যান্ডন কিংয়ের বদলি হিসেবে কাইল মায়ের্সকে যুক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। স্থলাভিষিক্ত অলরাউন্ডার মায়ের্স আজই দলে যোগ দেবেন। 

আইসিসি শুক্রবার (২১ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের ইনজুরড ব্র্যান্ডন কিং-এর বদলি হিসেবে আনুষ্ঠানিকভাবে বাঁ-হাতি ব্যাটসম্যান কাইল মায়ের্সকে অনুমোদন দেওয়া হয়েছে।

সাইড স্ট্রেনের কারণে কিং টুর্নামেন্টের বাকি অংশ থেকে বাদ ব্র্যান্ডন কিং। বুধবার (১৯ জুন) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় কিং ইনজুরিতে পড়েন এবং ২৩ রানে তাকে অবসর নিতে হয়। ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচটি ৮ উইকেটে হেরে যায়।

তার বদলি হিসাবে স্কোয়াডে যুক্ত হওয়া কাইল মায়ের্সের উইন্ডিজ জার্সিতে ৩৭ টি টি-টোয়েন্টি ম্যাচ অভিজ্ঞতা রয়েছে। ২৩ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বাগতিকদের সুপার এইটের শেষ ম্যাচ খেলার আগে শনিবার স্কোয়াডে যোগ দেবেন মায়ের্স। 

ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে চারটি খেলার মধ্যে চারটিতে জয়লাভ করলেও সুপার এইটের সূচনা করে হেরে। সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ অবশ্য ৯ উইকেটের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার নর্থ সাউন্ডে রবিবার দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে তারা।  

কিংয়ের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। তিনি ২০২৩  সালের শুরু থেকে টি-টোয়েন্টিতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, ২৩ ইনিংসে ৬৫১ রান করেছেন, যার মধ্যে চারটি অর্ধশতক রয়েছে। তবে এবারের বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩৪ রানের ইনিংসই এখন পর্যন্ত তার সর্বোচ্চ। পাঁচ ইনিংসে করেন মাত্র ৮৬ রান। 

Details Bottom