Image

নেপালের খেলা দেখে মনোভাব ও লক্ষ্য বদলাচ্ছে না বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেপালের খেলা দেখে মনোভাব ও লক্ষ্য বদলাচ্ছে না বাংলাদেশের

নেপালের খেলা দেখে মনোভাব ও লক্ষ্য বদলাচ্ছে না বাংলাদেশের

নেপালের খেলা দেখে মনোভাব ও লক্ষ্য বদলাচ্ছে না বাংলাদেশের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইটে যেতে বাংলাদেশের সামনে এখন কেবল নেপাল বাঁধা। ঈদের দিন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা। 

সেন্ট ভিনসেন্টে এই ম্যাচ জিতলেই সুপার এইটে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। হারলে যদি, কিন্তুর ওপর নির্ভর করবে। 

শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ, ৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে নেপাল এখনো জয়ের দেখা পায়নি, হেরেছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, বৃষ্টিতে পন্ড হয় শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। 

প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ১ রানে হেরেছে নেপাল। লড়াই করে শেষমেশ জয়ের দেখা না পেলেও নেপাল ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে ভালোভাবেই। নেপালের এমন লড়াকু ক্রিকেট দেখে বাংলাদেশ কি নিজেদের খেলার ধরণ বদলাবে? 

এমন প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে আসা টাইগার পেসার তানজিম হাসান সাকিব বলেন, 

'আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। ' 

'প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, এখানেও সেই লক্ষ্য থাকবে। এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা যারা বোলার আছি তাঁরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের জন্য আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার। এদিকে আমাদের ফোকাস থাকবে।' 

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ খেলেছে নেদারল্যান্ডসের সঙ্গে, নেপাল খেলেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এক ম্যাচ খেলে, বাকিটা দেখে সাকিব বলছেন ফ্রেশ উইকেটে ১৫০ রান করে ডিফেন্ড করা সম্ভব।

উইকেটে পার স্কোরের প্রশ্নে তিনি বলেন, 'নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট ভালো ছিল। বল উঁচু-নিচু হলেও ব্যাট করা ভালো ছিল। ১৭০ রান লড়াকু সংগ্রহ হতো। আমি নেপাল-দক্ষিণ ম্যাচ দেখেছি, সেখানে বল টার্ন করছে। সেক্ষেত্রে ১৫০ রানই এই উইকেটে ভালো।'

'দুই দলের সব উইকেট স্পিনাররাই পেয়েছে। আমরা ফ্রেশ উইকেটে খেলব, তাই আশা করছি ভালো রান করা সম্ভব। আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three