Image

শেষ ওভারের রোমাঞ্চে আরসিবিকে ১ রানে হারাল কেকেআর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ ওভারের রোমাঞ্চে আরসিবিকে ১ রানে হারাল কেকেআর

শেষ ওভারের রোমাঞ্চে আরসিবিকে ১ রানে হারাল কেকেআর

শেষ ওভারের রোমাঞ্চে আরসিবিকে ১ রানে হারাল কেকেআর

আরও একটি বড় রানের ম্যাচ। দুই দলের সংগ্রহ দুই’শ ছাড়িয়ে গেল। ফলাফলে জানা গেল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কেবল ১ রানে ম্যাচটি জিতে নিয়েছে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শেষ পর্যন্ত করা চেষ্টাতেও পক্ষে এল না ফল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তোলে কোলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার পুরো খেলে সব উইকেট হারিয়ে ২২১ রান তোলে বেঙ্গালুরু। শেষ ওভারের রোমাঞ্চে হারতে হয়েছে দলটিকে। 

বেঙ্গালুরুর জিততে প্রয়োজন ছিল ২১ রান, ম্যাচ তখন শেষ ওভারে। মিচেল স্টার্কের হাতে কোলকাতা অধিনায়ক বল তুলে দিয়েছেন। স্ট্রাইকে থাকা কার্ন শর্মা প্রথম বলেই ছক্কা হাঁকালেন। পরের বল ডট দিয়ে তৃতীয় ও চতুর্থ বলে আরো দুই ছয় আসে কার্নের ব্যাট থেকে। ম্যাচ সহজ হয়ে যায় বেঙ্গালুরুর জন্য।

দুই বলে যখন মাত্র ৩ রান দরকার, তখন পঞ্চম ডেলিভারিতে নিজের বলে নিজেই এক দারুণ এক ক্যাচ লুফে নেন স্টার্ক। ৭ বলে ২০ করে ফিরতে হয় কার্নকে। শেষ ডেলিভারিতে দৌড়ে রান নিতে গিয়ে রান আউটের শিকার হন লোকি ফার্গুসন, কেবল ১ রান আসে তাতে। আর বেঙ্গালুরুর হারও রচনা হয় ১ রানে। 

বেঙ্গালুরুর দুই ওপেনার ব্যর্থ হয়েছেন ২২৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে। ভিরাট কোহলি ১৮, ফ্যাফ ডু প্লেসি ফিরেছেন ৭ রানে। কোহলির আউট নিয়ে যদিও কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। যে বলে আউট হয়েছেন, তা অনেকাংশে নো-বল বলে মনে হয়। এর পরের দুই ব্যাটার উইল জ্যাকস ও রজত পাতিদার মিলে দারুণ এক জুটি গড়ে তোলে। যে জুটি দলীয় শতক ছাড়িয়ে যায়। 

ঠিক রাস্তাতেই ছিল বেঙ্গালুরু। কিন্তু আন্দ্রে রাসেলের এক ওভারেই ফিফটি করা দুই ব্যাটার জ্যাকস ও পাতিদারকে ফিরতে হয়েছে। চাপের মুখে মহীপাল লমরোর ও ক্যামেরন গ্রিনের ব্যাট হাসেনি। সুয়াশ প্রভুদেশাই ফিরেছেন ১৮ বলে ২৪ রান করে। শেষ দিকে দীনেশ কার্তিকের ১৮ বলে ২৫ রান এবং কার্ন শর্মার লড়াই আশা জুগিয়েছে দলকে। কিন্তু টানা হারের বৃত্ত ভরাট করতে হয়েছে বেঙ্গালুরুকে।

কোলকাতার পক্ষে বল হাতে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাসেল।

এর আগে কোলকাতা শুরুতে ব্যাট করতে নেমে ফিল সল্টের কাছে দারুণ এক ইনিংস পায়। এই ইংলিশ ব্যাটার ১৪ বলে করেন ৪৮ রান। সুনীল নারাইনের ব্যাট আজ কথা বলেনি। তবে দলীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দায়িত্বশীল ব্যাটিং চোখে পড়েছে, ফিরেছেন ফিফটি করে। পরের ৩ ব্যাটারের মধ্যে সবাই ছিলেন ২০- এর বেশি রানের ঘরে। রিংকু সিং করেন ১৬ বলে ২৪ রান। আন্দ্রে রাসেল ও রমনদীপ সিং ছিলেন অপরাজিত। রাসেল ২০ বলে ২৭ রানে, রমনদীপ খেলেন ৯ বলে ২৪ রানের  ইনিংস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three