Image

পার্পল ক্যাপ দিয়ে মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন জাদেজা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পার্পল ক্যাপ দিয়ে মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন জাদেজা

পার্পল ক্যাপ দিয়ে মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন জাদেজা

পার্পল ক্যাপ দিয়ে মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন জাদেজা

কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর বিপক্ষে ৪ ওভার বল করে কেবল ২২ রান খরচে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ পেতে পারতেন আরও এক উইকেট, তবে উইকেটের পেছনে ক্যাচ ছেড়েছেন মাহেন্দ্র সিং ধোনি। 

তবে ক্যাচ ছাড়েননি রবীন্দ্র জাদেজা। মুস্তাফিজের শেষ ওভারে দুইটি ক্যাচই ধরেন তিনি। শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্কের উইকেট তুলে নেন মুস্তাফিজ। 

এই ২ উইকেট নিয়ে আবারও চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (৯) হয়ে গেলেন দ্য ফিজ। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপ মাথায় নিয়েই বাংলাদেশে ফিরেছিলেন মুস্তাফিজ। মাঝে এক ম্যাচ খেলতে পারেননি, হারিয়েছিলেন ক্যাপ। ৮ উইকেট নিয়ে শীর্ষে উঠে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। 

চাহালকে টপকে আজ আবার পার্পল ক্যাপ নিজের মাথায় পরলেন আইপিএলে বাংলাদেশের সবেধন নীলমণি মুস্তাফিজ। কোলকাতার ইনিংস শেষে ক্যাপ পরিয়ে দেন জাদেজা। 

 

মুস্তাফিজকে নিয়ে ব্রডকাস্টারকে বলেন, 'সে (মুস্তাফিজ) এই উইকেটে খুবই কার্যকরী। সে খুবই ভালো কিছু স্লোয়ার ডেলিভারি করেছে। সে অসাধারণ ছিল বলে আমি মনে করি।' 

এই আইপিএলে মুস্তাফিজ সবার প্রশংসা আদায় করে নিচ্ছেন। বিশেষ করে ডেথ বোলিংয়ে। ১৬ থেকে ২০ ওভারে এখন অব্দি তিনি বল করেছেন ৪৮ টি। যেখানে ৬৪ রান হজম করে উইকেট নিয়েছেন ৪ টি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three