ভেঙে গেল পন্টিং-দিল্লির ৭ বছরের সম্পর্ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 15 মিনিট আগে
ভেঙে গেল পন্টিং-দিল্লির ৭ বছরের সম্পর্ক

ভেঙে গেল পন্টিং-দিল্লির ৭ বছরের সম্পর্ক

ভেঙে গেল পন্টিং-দিল্লির ৭ বছরের সম্পর্ক

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রিকি পন্টিং। সেই ২০১৮ সাল থেকে পন্টিং ডিসি-তে ছিলেন, অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক সাত মৌসুম দলের প্রধান কোচ ছিলেন। ২০২০ আসরে প্রথমবারের মতো আইপিএল ফাইনালে উঠেছিল দিল্লি। 

রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন, শনিবার এক্স'এ ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ২০১৮ থেকে গেল সাতটি টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন। পন্টিং ২০১৮ সালে ডিসির প্রধান কোচের দায়িত্ব নেন, যখন দলটিকে দিল্লি ডেয়ারডেভিলস বলা হত। 

পন্টিংয়ের অধীনে, দিল্লি ক্যাপিটালস লিগে সেরা কিছু সাফল্য পেয়েছে। যেখানে ২০২০ সালের আসরে তারা সংযুক্ত আরব-আমিরাতের ফাইনালে পৌঁছেছিল। আইপিএল ২০২৫ এর আগে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির সাথে তার সাত বছরের সম্পর্ক শেষ হয়েছে।

দিল্লি ফ্র্যাঞ্চাইজি এখনও এই ভূমিকার জন্য তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি।