Image

বিপিএল সহ যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত এল বিসিবির বোর্ড সভায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল সহ যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত এল বিসিবির বোর্ড সভায়

বিপিএল সহ যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত এল বিসিবির বোর্ড সভায়

বিপিএল সহ যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত এল বিসিবির বোর্ড সভায়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ১৫তম সভা আজ (৩০ অক্টোবর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় বোর্ডের শাসন ব্যবস্থা ও পরিচালনার দক্ষতা বাড়াতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 

পট পরিবর্তনের পর বেশ কিছু পরিচালকের দেওয়া পদত্যাগপত্র গৃহিত হয়েছে, বেশ কিছু পরিচালকের পদ শুন্য হয়েছে, ৩ ভেন্যুতে জিম সুবিধা আধুনিকায়ন করার সিদ্ধান্ত হয়েছে, বিপিএলের সূচি প্রকাশ্যে এসেছে, গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 

বিসিবি পরিচালনা পর্ষদের ১৫তম সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহঃ 

পরিচালকদের পদত্যাগ গৃহীত

বোর্ডের পরিচালক এ.এম. নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন এবং মো. এনায়েত হোসেন সিরাজের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

পরিচালক পদ বাতিল

বিসিবির সংবিধান অনুসারে, টানা তিন বা ততোধিক সভায় অনুপস্থিত থাকায় নাজমুল হাসান পাপন, মনজুর কাদের, এ.জে.এম নাসির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবেদ রশিদ নিজাম, গাজী গোলাম মুর্তজা ও নাজিব আহমেদের পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

সংবিধান সংশোধন কমিটি গঠন

বোর্ডের কার্যকারিতা ও আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিসিবির সংবিধানে পরিবর্তন আনতে একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি বর্তমান সংবিধানের মূল্যায়ন করে উন্নয়নমূলক প্রস্তাব এবং বিসিবির কৌশলগত লক্ষ্য ও পরিবর্তনশীল প্রয়োজন অনুযায়ী সংশোধনী প্রস্তাব করবে।

তিন ভেন্যুতে আধুনিক জিম সুবিধা

ক্রিকেটারদের প্রশিক্ষণকে আরও উন্নত করতে বোর্ড ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের টেস্ট ভেন্যুগুলোতে আধুনিক সরঞ্জামসমৃদ্ধ তিনটি পূর্ণাঙ্গ জিম স্থাপনের অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বাংলাদেশ সরকারের সহায়তায় বিসিবি বিপিএলের ১১তম আসর আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বিপিএল টুর্নামেন্টটি ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ ফাইনালের মাধ্যমে শেষ হবে।

বোর্ড বিপিএলের ১১তম আসরে পূর্ণাঙ্গ ই-টিকিট ব্যবস্থা চালু করার নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করেছে, যার মাধ্যমে ভক্তদের টিকিট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three