Image

বিপিএলে দল পাননি দুই অধিনায়ক ও একাধিক তারকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলে দল পাননি দুই অধিনায়ক ও একাধিক তারকা

বিপিএলে দল পাননি দুই অধিনায়ক ও একাধিক তারকা

বিপিএলে দল পাননি দুই অধিনায়ক ও একাধিক তারকা

বিপিএল একাদশ আসরের ড্রাফটে প্রথম খেলোয়াড় বেছে নেওয়ার কাজ সম্পন্ন করেছে ৭ দল। জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় নতুন বিপিএলে দল পেলেও টেস্ট দলের বেশ কয়েক মুখ অবিক্রীত থেকে যান। এর মধ্যে অন্যতম মুমিনুল হক ও সাদমান ইসলাম। এছাড়া রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোমদের নিতেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। 

আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর আগে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের আগে ৭ দল (নতুন ৩, পুরাতন ৪) রিটেনশন ও ডিরেক্ট সাইনিং করে দল গুছিয়েছে। ড্রাফট থেকে দলগুলো চূড়ান্ত করলো তাদের স্কোয়াড। প্লেয়ার্স ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যুনতম ১৪ সদস্যের দল গড়েছে। 

সব মিলিয়ে বিপিএলের সাত দলই স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। তবে গত আসরে খেলা দুই অধিনায়ক দুর্দান্ত ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুভাগত হোমকে এবার দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। 

গেল মৌসুমের মতো এবারও ড্রাফটে উপেক্ষিত সবশেষ ভারত সিরিজে সাদা পোশাকে সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হক। দল না পাওয়াদের তালিকায় আছেন সৈকত আলির নামও। স্পিনার নাজমুল ইসলাম অপু, বাঁহাতি ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি, পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, এমনি অভিজ্ঞ পেসার রুবেল হোসেন, মুক্তার আলি, সুমন খান, প্রান্তিক নওরোজ নাবিলও কালকের বিপিএল ড্রাফট থেকে দল পাননি। 

তবে তাদের এখনও সুযোগ আছে বিপিএল মাতানোর। যদি কোনো দল সরাসরি চুক্তিতে এই তারকাদের দলে ভেড়ায়। 

Details Bottom