Image

মিরাজকে ভবিষ্যতের সাকিব মনে করছেন হাথুরুসিংহে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজকে ভবিষ্যতের সাকিব মনে করছেন হাথুরুসিংহে

মিরাজকে ভবিষ্যতের সাকিব মনে করছেন হাথুরুসিংহে

মিরাজকে ভবিষ্যতের সাকিব মনে করছেন হাথুরুসিংহে

সাকিবের অভাব পুরণে মিরাজ তৈরি হয়েছেন, ভবিষ্যতে সাকিবের জায়গা নেবে মিরাজ; বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এমনটা সহজেই বিশ্বাস করেন। মেহেদী হাসান মিরাজের উন্নতি চোখ এড়ায়নি হেড কোচের। অলরাউন্ডার মিরাজকে নিয়ে তাই হাথুরু করছেন বড় আশা। 

সাকিব-মিরাজের স্পিনে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের 'পেস দাম্ভিকতা' ভেঙে যায়। আসন্ন ভারত সিরিজেও তারা দলের উদযাপনের কারণ হতে প্রস্তুত। এই দুই অলরাউন্ডারের যত সাফল্য আসবে হাসি হাসবে বাংলাদেশ। মিরাজকে ভবিষ্যতের সাকিব মনে করছেন হেড কোচ হাথুরুসিংহে। অবসরের সময় ঘনিয়ে আসছে সাকিব আল হাসানের। তার অবসরের পর মিরাজের কাঁধেই যাবে দায়িত্বের মূল ভারটা।

চেন্নাইয়ে আজ দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসা হেড কোচ বললেন,'আমার কাছে সে (মিরাজ) গত ৫-৬ বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি, যখন সাকিব থাকবে না। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিতভাবে যা তার বড় শক্তির জায়গা সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।' 

শুধু হাথুরুসিংহে নয় মিরাজ নিজেও বিশ্বাস করেন সাকিবের পরে তিনি দেশের অলরাউন্ডারের অভাব পূরণ করবেন। বাংলাদেশের পরবর্তী সাকিব আল হাসান মনে করা হয় মেহেদী হাসান মিরাজকে। যিনি সাকিবের মত ব্যাট, বল উভয় দিক থেকেই জ্বলে উঠে অবদান রাখেন দেশের জয়ে। পাকিস্তান সিরিজের দুই ম্যাচে করেন ১৫৫ রান এবং বল হাতে নেন ১০ উইকেট। জেতেন সিরিজসেরার পুরস্কার।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো ১৬ সদস্যের দলে একটি পরিবর্তন করা হয়েছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এখনও কুঁচকির চোট থেকে পুরোপুরিভাবে সেরে উঠতে পারেননি, তাই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। দলে ডাক পান উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। ২৬ বছর বয়সী জাকের স্কোয়াডে একমাত্র আনক্যাপড খেলোয়াড়। 

Details Bottom