Image

আকিব ইলিয়াসকে অধিনায়ক করে ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আকিব ইলিয়াসকে অধিনায়ক করে ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আকিব ইলিয়াসকে অধিনায়ক করে ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আকিব ইলিয়াসকে অধিনায়ক করে ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওমান। ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াসকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।  

সাবেক অধিনায়ক জিশান মাকসুদ অধিনায়কত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন। তাঁর নেতৃত্বেই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল ওমান। 

অধিনায়কত্ব পেয়ে আকিব ইলিয়াস বলেন, 'আমাকে অধিনায়ক হিসাবে যোগ্য মনে করাতে আমি সত্যিই গর্বিত। এটা অনেক বড় দায়িত্ব এবং আমি দলকে জয় উপহার দিতে চাই। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়েছি, এসিসি প্রিমিয়ার কাপ খেলে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।' 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের ৮ জন টিকে গেছেন এবার। বোলিং লাইনআপের নেতৃত্ব থাকবে বাঁহাতি ইয়র্কার স্পেশালিস্ট বিলাল খানের কাঁধে। এছাড়া কলিমুল্লাহ, ফায়াজ বাটরা আছেন। বাঁহাতি অর্থোডক্স স্পিনার শাকিল আহমেদ দলে নতুন, তিনি হাত ঘুরাবেন দুই অলরাউন্ডার আকিব ও জিশানের সঙ্গে। 

ব্যাট হাতে বড় দায়িত্ব কাশ্যাপ প্রজাপতি ও নাসিম খুশির। উইকেটরক্ষক প্রতীক আথাবালে, আয়ান খানরাও আছেন। 

 

ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রতীক আথাবালে, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিউল্লাহ, কলিমুল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ। 

রিজার্ভ ক্রিকেটার-জতিন্দর সিং, সামায় শ্রীবাস্তা, সুফিয়ান মেহমুদ, জয় ওদেদ্রা। 

ওমান এবার খেলবে গ্রুব বি তে। যেখানে তাঁদের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ওমান তাঁদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২ জুন, বার্বাডোসে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three