Image

টেস্টের মাঝে এক দিনের বিশ্রাম, ফিরে এসেছে বাংলাদেশের স্মৃতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্টের মাঝে এক দিনের বিশ্রাম, ফিরে এসেছে বাংলাদেশের স্মৃতি

টেস্টের মাঝে এক দিনের বিশ্রাম, ফিরে এসেছে বাংলাদেশের স্মৃতি

টেস্টের মাঝে এক দিনের বিশ্রাম, ফিরে এসেছে বাংলাদেশের স্মৃতি

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্টের মাঝে রাখা হয়েছে এক দিন বিশ্রাম। টেস্টটি ১৮ সেপ্টেম্বর শুরু হবে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনের কারণে ২১ সেপ্টেম্বর বিশ্রামের দিন নির্ধারণ করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া প্রথম টেস্টটি ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর আগে ২০০৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজের উদ্বোধনী ম্যাচে সংসদ নির্বাচনের কারণে ২৯ ডিসেম্বর বিশ্রাম হিসাবে সূচিতে রাখে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর গলে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচের জন্য সূচিতে ছয় দিন বরাদ্দ রাখা হয়েছে। ২১ সেপ্টেম্বর দেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি বিশ্রামের দিন রেখে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টে ১৬ বছরের মধ্যে প্রথম নির্ধারিত বিশ্রামের দিন থাকবে। 

গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলার পর শ্রীলঙ্কা সফর করবে নিউজিল্যান্ড। সিরিজটি দুটি টেস্টের, যা ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। দ্বিতীয় টেস্ট শুরু ২৬ তারিখ। শুক্রবার (২৩ আগস্ট), শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের দুই টেস্টের সফরের সময়সূচি নিশ্চিত করে। দুটি ম্যাচই গলের গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২০০৮ সালে ঢাকায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্টের পর থেকে এটা হবে টেস্ট ম্যাচে বিশ্রামের প্রথম ঘটনা। তখন বাংলাদেশের সংসদ নির্বাচনের কারণে টেস্টের মাঝে বিশ্রামের দিন ছিল। ২০০৮ সালের ২৬ ডিসেম্বর শুরু হয়ে এই ম্যাচ শেষ হয়েছিল ৩১ ডিসেম্বর। প্রথম তিন দিনের পর বিশ্রাম পেয়েছিল দুই দেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান ম্যাচ সেরার পুরষ্কার পেলেও শ্রীলঙ্কা জিতেছিল ১০৭ রানে। এদিকে শ্রীলঙ্কায় শেষ বিশ্রামের দিনটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ২০০১ সালের ডিসেম্বরে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three