ভেঙ্কটেশকে পেতে কয়েক দলের লড়াই, কোলকাতা নিল ২৩.৭৫ কোটিতে
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন রিশাব পান্ট
ভেঙ্কটেশকে পেতে কয়েক দলের লড়াই, কোলকাতা নিল ২৩.৭৫ কোটিতে
ভেঙ্কটেশকে পেতে কয়েক দলের লড়াই, কোলকাতা নিল ২৩.৭৫ কোটিতে
আইপিএল মেগা নিলামে কোলকাতা নাইট রাইডার্সের বাজিমাত। রিটেইন না করলেও ড্রাফট টেবিলে তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার জন্য ২৩.৭৫ কোটি রুপি খরচ করল কেকেআর। তাকে দলে নিতে লড়াই করতে হয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজির সাথে। ভেঙ্কটেশের বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি কোলকাতার। এবারের মেগা নিলামে এখন অবদি সবচেয়ে বেশি মূল্যে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে ভেঙ্কটেশ তৃতীয়।
জেদ্দায় ২০২৫ আইপিএল নিলামের প্রথম দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে বিডিং যুদ্ধে নেমে ২৩.৭৫ কোটি রুপিতে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিল নাইট রাইডার্স। কিছুটা যেন অপ্রত্যাশিত! কেকেআর রিটেইন করেনি। তবে তার জন্য অকশনে লড়াই। সুপার জায়ান্টসও ভেঙ্কটেশকে দলে পেতে মরিয়া। আরসিবি লড়াইয়ে ঢুকল ৮ কোটি দাম বলে। কেকেআর আরসিবির লড়াইয়ে ২২ কোটি ছাপিয়ে গেল ভেঙ্কটেশ আইয়ার। শেষ অবদি লড়াইয়ে এগিয়ে কোলকাতা নিল ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি রুপিতে!
নিলামের শুরুতেই কেকেআর প্রথম প্যাডল তোলে ভেঙ্কটেশের জন্য। প্রথমে লখনৌ সুপার জায়ান্টস, এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে আগ্রাসন দেখিয়ে ভেঙ্কটেশকে দলে ভিড়িয়েছে কোলকাতা নাইট রাইডার্স। ২০২৪ সাল পর্যন্ত ৮ কোটি টাকা তাকে দলে রাখে কোলকাতা। এবার সেই মূল্য ৮ কোটি থেকে বেড়ে গেল ২৩.৭৫ কোটিতে। সঙ্গে আইপিএলের অলরাউন্ডারদের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পেলেন তিনি।
এবারের মেগা নিলামে এখন অবদি সবচেয়ে বেশি মূল্যে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে ভেঙ্কটেশ তৃতীয়। আইপিএল ২০২৫ এর মেগা নিলামের শুরুতেই রেকর্ড গড়লেন রিশাব পান্ট। শ্রেয়াস আইয়ারকে কিছুক্ষণ শীর্ষে রাখার পর পান্ট হয়ে গেলেন আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার। তাঁকে ২৭ কোটি ভারতীয় রুপি দিয়ে দলে টেনেছে লখনৌ সুপার জায়ান্টস।
আর্শদ্বীপ সিংকে দিয়ে শুরু হয় ২০২৫ মেগা আইপিএল নিলাম। তাকে ১৮ কোটি ভারতীয় রুপিতে দলে টানে পাঞ্জাব কিংস। ১০.৭৫ কোটি রুপিতে গুজরাট টাইটান্সে যান কাগিসো রাবাদা। এরপর পাঞ্জাব কিংস রেকর্ড ২৬.৭৫ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয়। যে রেকর্ড কিছুক্ষণ পরেই ভাঙে লখনৌ সুপার জায়ান্টস। রিশাব পান্টকে দলে নিতে তারা খরচ করে ২৭ কোটি রুপি।