Image

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নবাংলাদেশ করেছে ২২৮ রান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ। অধিনায়কের শতক ছোঁয়ার দিনে ফিফটি পেয়েছেন ওপেনার কালাম সিদ্দিকি। এই দুইয়ের ব্যাটেই বাংলাদেশের ইনিংসে আসে স্বস্তি। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ২২৮। শেষ ১০ ওভারের সঠিক ব্যবহার করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডেথ ওভারের ৬০ বলের বিপরীতে ৭ উইকেট খুইয়ে বাংলাদেশ রান পেয়েছে কেবল ৫৬। 

শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশের যুবারা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারান ওপেনার জাওয়াদ আবরার। ৫ বল খেলা আবরার রান করতে পারেননি একটিও। এরপর অবশ্য বাংলাদেশ ঘুরে দাঁড়ায় তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকির ব্যাটে।

তামিম-কালাম জুটিতে বাংলাদেশ পায় স্বস্তি, স্কোরবোর্ডে রান যোগ হয় ১৪২। ফিফটি হাঁকিয়ে এএম গাজানফারের ডেলিভারিতে বোল্ড হন ৬৬ রানে থাকা কালাম। এরপর আর কেউ বড় রানের ইনিংস খেলতে পারেননি। দেবাশিস দেবা ৬ বল খেলে করেন ১। ১০ রানের বেশি করতে পারেননি শিহাব জেমস। 

ব্যর্থ হয়েছেন রিজান হোসেন, আল ফাহাদ, উইকেটকিপার ফরিদ হাসান। এরমাঝেই একা হাতে লড়াই চালিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন আজিজুল হাকিম তামিম। ১০৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরত যান ৪৭তম ওভারে। ৪ ছক্কা ও ৮ চারে এই ইনিংস সাজান তামিম। শেষ অবদি বাংলাদেশ থামল ৫০ ওভারে ২২৮ করে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three