১২ হাজারি ক্লাবে ইংল্যান্ডের জো রুট
১২ হাজারি ক্লাবে ইংল্যান্ডের জো রুট
১২ হাজারি ক্লাবে ইংল্যান্ডের জো রুট
টেস্ট ক্রিকেট ইতিহাসের ৭ম ব্যাটার হিসাবে ১২ হাজার বা তার বেশি রান করলেন জো রুট। ১২ হাজারি ক্লাবে জো রুট ২য় ইংলিশ ব্যাটার, এর আগে ১২ হাজারের বেশি রান করেছেন অ্যালিস্টার কুক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমাত ৩য় টেস্টে ১২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন রুট। ১১৯৪০ রান নিয়ে এই টেস্ট খেলতে নেমেছিলেন ৩৩ বছর বয়সী রুট।
১৪ রান করতেই জো রুট পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারাকে (১১৯৫৩)। ফিফটি পার করে ৬০ পূর্ণ হতেই ১২ হাজার রান পূর্ণ হয় তাঁর।
এর আগে ১২ হাজার টেস্ট রানের গন্ডি পার করেছেন ভারতের দুই ব্যাটার (শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়), ইংল্যান্ডের এক ব্যাটার (অ্যালিস্টার কুক), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক- (সেরা ১০)
১. শচীন টেন্ডুলকার (ভারত)- ১৫৯২১
২. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৩৩৭৮
৩. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ১৩২৮৯
৪. রাহুল দ্রাবিড় (ভারত)- ১৩২৮৮
৫. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)- ১২৪৭২
৬. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ১২৪০০
৭. জো রুট (ইংল্যান্ড)- ১২০২৭
৮. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)- ১১৯৫৩
৯. শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)- ১১৮৬৭
১০. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ১১৮১৪।