Image

বিদায়ের রাতে ৯ বলে ৮ করলেন মাহমুদউল্লাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিদায়ের রাতে ৯ বলে ৮ করলেন মাহমুদউল্লাহ

বিদায়ের রাতে ৯ বলে ৮ করলেন মাহমুদউল্লাহ

বিদায়ের রাতে ৯ বলে ৮ করলেন মাহমুদউল্লাহ

আজ হায়দ্রাবাদে মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে নামলেন দেশের জার্সিতে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে নেমে ৯ বলে করলেন ৮ রান। আজকের পর থেকে বাংলাদেশের জার্সি গায়ে ২০ ওভারের ফরম্যাটে আর দেখা যাবে না সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। 

২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক। আজ মাহমুদউল্লাহ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলছেন হায়দ্রাবাদের মাঠে। এক সময়ের সেরা ফিনিশার বিদায় বেলায় ব্যাট হাতে করলেন কেবল ৮ রান, তাও আবার বেশি বল (৯) খেলে। এর আগে অবশ্য ২ ওভার বল করে ২৬ রান খরচায় পান ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার যাদবের উইকেট। 

গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে ১। দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ৩ ছক্কায় ৩৯ বলে ৪১ রান করেন রিয়াদ। বিদায়ী ম্যাচ খেলতে নামা রিয়াদের ম্যাচ সংখ্যা ১৪১। ৮টি হাফ সেঞ্চুরিতে ২,৪৪৪ রান ও ৪১ উইকেট শিকার করেছেন এই সাবেক অধিনায়ক।

পরের বিশ্বকাপের জন্য নতুনদের সুযোগ দিতেই রিয়াদের অবসরে যাওয়া। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বললেও রিয়াদ খেলা চালিয়ে যাবেন ওয়ানডে ফরম্যাটে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three