Image

যে পরিকল্পনায় ৬ বলেই শফিককে আউট করেছেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যে পরিকল্পনায় ৬ বলেই শফিককে আউট করেছেন তাসকিন

যে পরিকল্পনায় ৬ বলেই শফিককে আউট করেছেন তাসকিন

যে পরিকল্পনায় ৬ বলেই শফিককে আউট করেছেন তাসকিন

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তাসকিনকে সেরা একাদশে পাওয়া যায়নি। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা এই তারকা পেসার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের মিশনে ফিরে প্রথম ওভারেই পাক ওপেনার আবদুল্লাহ শফিককে স্টাম্প ভেঙে প্যাভিলিয়নে ফেরান। পরে অবশ্য তাসকিন শিকার করেন আরও দুই উইকেট। পাকিস্তান গুটিয়ে যায় ২৭৪ করতেই। দিনের খেলা সংবাদ সম্মেলনে আসা তাসকিন জানালেন প্রথম উইকেট পাওয়ার পর নিজের উচ্ছ্বাস ও পরিকল্পনার কথা।  

রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। এক দিন পর হলো টস, আগে বোলিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভারেই পেয়ে যায় সাফল্য। ইনিংসের শুরু, প্রত্যাবর্তনের দিনে অ্যাকশনে এসেই আবদুল্লাহ শফিককে তাসকিন করলেন বোল্ড। ঠিক কি পরিকল্পনায় নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান তাসকিন?

‘এটা (শফিকের উইকেট) আসলে অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি পাঁচটা বল বাইরে নিয়ে, পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এ রকম করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়তো আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।’

তাসকিন আহমেদের পেস তোপের সাথে মিরাজের স্পিন জাদু; সফরকারী বাংলাদেশের সাথে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে এক দিনও পার করতে পারল না শান মাসুদের পাকিস্তান। স্পিনার-পেসারদের সম্মিলিত প্রচেষ্টায় লাঞ্চের আগেই পাঁচ উইকেট নেই। দিনের শেষ সেশনে পাকিস্তান গুটিয়ে যায় ২৭৪ রানে। 

একটা সময় ১ উইকেটে পাকিস্তানের রান ছিল ১০৭, তারপর শুরু হয় বিপর্যয়। শেষ পর্যন্ত ২৭৪ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। তাসকিন জানালেন যে মন্ত্রে রাওয়ালপিন্ডিতে সফল হয় বাংলাদেশ,  

‘আসলে আমরা যখন শুরুতে আক্রমণ করার চেষ্টা করেছি, তখন তারা রান পেয়েছে। ভালো জুটি গড়েছে। লাঞ্চের পর আমাদের যেসব পরিকল্পনা ছিল, সেসব আমরা কাজে লাগাতে পেরেছি। এ কারণেই তাদের আটকাতে পেরেছি অল্প রানের মধ্যে।’

Details Bottom