ভারতের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

ভারতের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

ভারতের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রানাকে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য ভারতীয় দলে যোগ করা হয়েছে। গত বছর দক্ষিণ আফ্রিকায় ওডিআই অভিষেক হয়েছিল ব্যাটার সুদর্শনের। 

বিসিসিআই নির্বাচক কমিটি পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য জিম্বাবুয়ে সফরে সাই সুদর্শন, জিতেশ শর্মা এবং হর্ষিত রানাকে বেছে নিয়েছে। এই ত্রয়ীকে সঞ্জু স্যামসন, শিবাম দুবে এবং ইয়াশভি জাইসওয়ালের পরিবর্তে নেওয়া হয়েছে।

যদিও ইতিমধ্যেই ওয়ানডেতে অভিষেক হয়েছে সুদর্শনের - গত বছর দক্ষিণ আফ্রিকায়। জিতেশ ভারতের হয়ে নয়টি টি-টোয়েন্টি খেলেছে এবং ২০২৩ সালে এশিয়ান গেমসে অভিষেক হয়েছিল তার। হর্ষিত রানা আইপিএল চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্সের সাথে দারুণ এক মৌসুম কাটিয়েছেন। এবার তার ডাক পড়ল জাতীয় দলের অ্যাসাইনমেন্টে। 

স্যামসন, দুবে এবং জাইসাওয়াল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন এবং বেরিল হারিকেনের ফলে বার্বাডোস থেকে ভারতে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে। বিসিসিআই নিশ্চিত করেছে যে বিশ্বকাপ জয়ী ত্রয়ী শেষ তিনটি টি-টোয়েন্টির জন্য হারারে রওনা হওয়ার আগে ভারতে ফিরে আসবে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে। 

শুবমান গিলকে অধিনায়ক করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত মোটামুটি অনভিজ্ঞ এক স্কোয়াড বেছে নিয়েছে। সিরিজটি ৬ জুলাই শুরু হবে এবং ১৪  জুলাই হারারে স্পোর্টস ক্লাবে নির্ধারিত শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

১ম ও ২য় টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড- 

শুবমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটকিপার), হর্ষিত রানা।