আইপিএলে ৩ হাজারি ক্লাবে পান্ট, গড়েছেন রেকর্ড
আইপিএলে ৩ হাজারি ক্লাবে পান্ট, গড়েছেন রেকর্ড
আইপিএলে ৩ হাজারি ক্লাবে পান্ট, গড়েছেন রেকর্ড
চোট থেকে ফেরার পর নিজের আগমনী ভালোভাবেই জানান দিচ্ছেন রিশাব পান্ট। দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন তো করছেন, ইতোমধ্যে দুই ফিফটি হাঁকিয়েছেন। শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেললেন ২৪ বলে ৪১ রানের ইনিংস। দিল্লির জয়ের দিনে আইপিএলে কনিষ্ঠ ক্রিকেটারদের মধ্যে যারা দ্রুততম ৩ হাজার রান করেছে, সেই তালিকার তৃতীয় স্থানে ঢুকেছেন পান্ট।
লক্ষ্ণৌ এর দেওয়া ১৬৮ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দিল্লি। টেবিলের তলানিতে ছিল অবস্থান। এই জয়ে সেখান থেকে এক ধাপ উন্নতি হয়েছে। অজি ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, পান্ট তাদের ব্যাটিং কল্যাণে দিল্লির জয় সহজ হয়েছে। আর এদিকে পান্টের ঝুলিতে ঢুকল ৩ হাজার রানের মাইলফলক।
সেই মাইলফলকেও রেকর্ডের গন্ধ পাওয়া যায়৷ যেখানে কনিষ্ঠ ক্রিকেটারদের মধ্যে যারা দ্রুততম সময়ে ৩ হাজার রান করেছেন, সেখানে পান্ট এখন তিন নম্বরে। তার আগে আছেন শুবমান গিল ও ভিরাট কোহলি।
লক্ষ্ণৌ বোলার মার্কাস স্টইনিস যখন ১২তম ওভার করতে আসেন, সেই ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন পান্ট। মোট ২৫ জন ব্যাটার তিন হাজার রান করেছেন আইপিএলে। যেখানে পান্টের স্ট্রাইক রেট বলছে তা কেবল এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের পেছনে।
কেবল ২৬ বছর ১৯১ দিনে ১৪৮.৪ স্ট্রাইক রেট নিয়ে ৩ হাজার রান ছুঁয়েছেন পান্ট৷ এই উইকেটরক্ষক ব্যাটারের আগে কোহলি ২৬ বছর ১৮৬ দিনে এবং গিল ২৪ বছর ২১৫ দিনে এই তিন হাজার রান করেছেন আইপিএলে। এই তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন সানজু স্যামসন ও সুরেশ রায়না।