যেমন হল আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
-
1
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
মুস্তাফিজ-গ্রিন-পাথিরানাদের নিয়ে গড়া দেখে নিন কোলকাতার চূড়ান্ত স্কোয়াড
-
4
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
5
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
যেমন হল আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
যেমন হল আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রাশিদ খানের নেতৃত্বে ১৫ সদস্যের আফগানিস্তান দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এই ১৫ জন ক্রিকেটারের মধ্যে ৮ জনই এখন আইপিএলে যুক্ত আছেন। অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে সাজানো এই স্কোয়াড বিশ্বকাপের মাঠে দারুণ প্রভাব রাখার সক্ষমতা রাখে।
আফগানিস্তানের বিশ্বকাপ দলে ৪ জন আছেন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে; উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান এবং ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে মোহাম্মদ ইশাক। তবে দলটিতে ৬ জন অলরাউন্ডার রয়েছেন। রাশিদ ছাড়াও, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটে।
কতটা ভারসাম্যপূর্ণ আফগান স্কোয়াড তা বোঝাই যায়। স্পিনে রাশিদের হাত থাকছে, এছাড়াও মুজিব উর রহমান, নুর আহমাদ, তো আছেন। হাত ঘুরাবেন খারোটে'ও। পেস বোলিংয়ে অলরাউন্ডার বাদ দিয়ে, নাভিন উল হক আছেন, ফজল হক ফারুকি ও ফরিদ আহমাদ আছেন এই দলে।
২০২৩ ওডিআই বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হাশমতউল্লাহ শহীদিকে দলে রাখেনি আফগান বোর্ড৷ মূল দলে রাখা হয়নি বাঁহাতি ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। জাজাইয়ের সাথে, ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যাবেন সেদিকুল্লাহ আতাল ও মোহাম্মদ সালিম।
আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:
রাশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটে, নুর আহমাদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি, ফরিদ আহমাদ।
ট্রাভেলিং রিজার্ভ: হজরতউল্লাহ জাজাই, সেদিকুল্লাহ আতাল, মোহাম্মদ সালিম।
