Image

হোয়াইট হাউজ থেকে এল যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা বার্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হোয়াইট হাউজ থেকে এল যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা বার্তা

হোয়াইট হাউজ থেকে এল যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা বার্তা

হোয়াইট হাউজ থেকে এল যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা বার্তা

বেসবলের দেশ যুক্তরাষ্ট্র শুধু ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেই নয় বরং সুপার এইটে জায়গা করে নিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে দলটি। জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট বেশ পিছিয়েই আছে যুক্তরাষ্ট্রে, তাছাড়া এই দলটাতে যারা খেলে তারা জন্মসূত্রে আমেরিকান নয়, তাদের শেকড় রয়েছে ভারত ও পাকিস্তানে। সেই ক্রিকেটাররাই গ্রুপ পর্বে পাকিস্তানকে টপকে জায়গা করে নিয়েছে সুপার এইটে।

'এ' গ্রুপের ২য় দল হিসাবে সুপার এইট নিশ্চিত করায় দলটি প্রসংশায় ভাসছে পুরো বিশ্বের। এমনকি প্রশংসা করেছে স্বয়ং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন মহল ও। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তা জন কারবি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলকে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় জন কারবিকে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের শুভেচ্ছা জানাতে। তিনি বলেন, ‘তাদের অভিনন্দন। আমি দেখেছি, আমরা এখন সুপার এইটে।’

সুপার এইটে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের প্রতি বার্তা দিয়ে কারবি আরো বলেন, ‘এই সাফল্যের জন্য আমরা সবাই তাদের অভিনন্দন জানাই। এটা অসাধারণ। আমরা সবাই তাদের জন্য গলা ফাটিয়েছি।’

 

Thank you @WhiteHouse National Security Communications Adviser John Kirby for your kind words. We’ll be sure to use your encouragement as motivation for our upcoming matches in the West Indies! 💪#WeAreUSACricket 🇺🇸

🎥: C-SPAN pic.twitter.com/BH9U5ooH0c

— USA Cricket (@usacricket) June 18, 2024

প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহণ করে সুপার এইটে উঠেছে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে সুপার ওভারে শক্তিশালী পাকিস্তানকে পরাজিত করেছে দলটি। পরাজিত করেছে কানাডাকেও। ৪ ম্যাচে ২ জয় ও ১ ড্র তে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে পৌছে গেছে দলটি।

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। বাকি ম্যাচ গুলোতে দলটি মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের।
 

Details Bottom