Image

আইসিসির প্রতি নাখোশ শ্রীলঙ্কার থিকশানা, ভারতের দিকে ইঙ্গিত!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির প্রতি নাখোশ শ্রীলঙ্কার থিকশানা, ভারতের দিকে ইঙ্গিত!

আইসিসির প্রতি নাখোশ শ্রীলঙ্কার থিকশানা, ভারতের দিকে ইঙ্গিত!

আইসিসির প্রতি নাখোশ শ্রীলঙ্কার থিকশানা, ভারতের দিকে ইঙ্গিত!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ আইসিসির দিকে। পিচ, আউটফিল্ড ইস্যুর পর এবার সামনে এলো, আইসিসির অব্যবস্থাপনা। মাঠ থেকে টিম হোটেলের দূরত্ব বেশি হওয়াতে অনুশীলন সেশন বাতিল করেছে শ্রীলঙ্কা দল। 

মাহিশ থিকশানার অভিযোগ, শ্রীলঙ্কা দল অন্য অনেক দলের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। থিকশানার বলেন, তাদের সাথে রীতিমতো অন্যায় করা হচ্ছে।

নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুটিয়ে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল প্রোটিয়ারা। লজ্জার পরাজয়ের পর লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা একাধিক অভিযোগ তুলেছেন আইসিসির দিকে। থিকশানার মতে, শ্রীলঙ্কার বিশ্বকাপ সময়সূচি পুরোটাই বিরুদ্ধে। 

'ভ্রমণ ক্লান্তি এবং টিম হোটেল থেকে ভেন্যুর দূরত্বের কারণে আমরা আমাদের অনুশীলন সেশন বাতিল করেছি। আমি নাম বলতে পারছি না তবে কয়েকটি দল একই জায়গায় থাকে এবং তাদের হোটেলটি মাঠ থেকে মাত্র ১৪ মিনিটের দূরত্বে। আমাদের লাগে এক ঘন্টা ৪০ মিনিটের মত।'

'ম্যাচের জন্য এখানে আসতে আমাদের ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠতে হবে। তারপর প্রতি ম্যাচের পর আমাদের জায়গা বদলাতে হবে কারণ আমরা চারটি ভিন্ন ভেন্যুতে খেলছি। এটি আমাদের সাথে অন্যায়।'

'আমরা ফ্লোরিডা থেকে যে ফ্লাইটটি নিয়েছিলাম, মিয়ামি থেকে ফ্লাইটটি পেতে আমাদের বিমানবন্দরে আট ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। রাত ৮ টায় ছাড়ার কথা ছিল কিন্তু আমরা ভোর ৫ টায় ফ্লাইট পেয়েছি। এটা সত্যিই আমাদের সাথে অন্যায়।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three