ধোনির তাণ্ডব বাঁচাতে পারেনি চেন্নাইকে
ধোনির তাণ্ডব বাঁচাতে পারেনি চেন্নাইকে
ধোনির তাণ্ডব বাঁচাতে পারেনি চেন্নাইকে
অবশেষে হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে হেরেছে চেন্নাই। দিল্লি নিজেদের মাটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
চেন্নাইয়ের সামনে ছিল ১৯২ রানের লক্ষ্যমাত্রা। তাড়া করতে নেমে প্রথমেই চাপে পড়ে দলটি। দলীয় ৭ রানের মাথায় দুই ওপেনার; রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র’কে হারিয়েছে তারা।
হাল ধরার চেষ্টায় ছিলেন অজিঙ্কা রাহানে ও ড্যারিল মিচেল। রাহানে ও মিচেল মিলে যতটুকু এগিয়ে নিলেন রান, তাতেও যেন কমতি রয়ে গেল। দলীয় ৭৫ রানে মিচেল এবং ১০২ রানে ফিরেছেন রাহানে।
মিচেলের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৪ (২৬) রান, অন্যদিকে রাহানের ব্যাটে আসে ৪৫ (৩০) টি রান।
শিভাব দুবের উপর চেন্নাইয়ের ভরসা করার জায়গা ছিল। তবে দুবে আজ খেলেছেন ধীরগতির ইনিংস। মাত্র এক বাউন্ডারিতে ১৭ বলে ১৮ রানের ইনিংসে উপকার হয়েছে কম।
তবে তখনো কিছু গল্প বাকি ছিল। এই আইপিএলে প্রথমবারের মতো ব্যাট হাতে নামেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার খেলা প্রথম ৩ বলে ২ বাউন্ডারি আসে। রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে ইনিংস শেষ করলেন উত্তেজনা বাড়িয়ে।
ম্যাচ জিততে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ৪১ রান। আনরিখ নরকিয়ার সেই ওভার ধোনি শুরু করেন বাউন্ডারি দিয়ে। এরপর দুইটি ওভার বাউন্ডারি ও আরও একটি বাউন্ডারি হাঁকিয়ে শেষ করেন সেই ওভার। চেন্নাই ম্যাচটি হারে ২০ রানে।
ধোনি অপরাজিত ছিলেন ১৬ বলে ৩৭ রানে। অন্যদিকে জাদেজা ১৭ বলে ২১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
এর আগে দিল্লির শুরুটা ছিল দুর্দান্ত। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন ১৮ রান। তাতেই বোঝা যায় ডেভিড ওয়ার্নার ও প্রিথবি শ কেমন মেজাজে ছিলেন। দলীয় ৯৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে দিল্লির।
ব্যক্তিগত ৫২ (৩৫) রানে ফেরেন ওয়ার্নার। এই অজি ফেরাএ কিছুক্ষণ বাদেই প্রিথবির ফেরারও সময় আসে। দলীয় ১০৩ রানে এই ইম্প্যাক্ট ওপেনার ফিরলেও চাপ বোধ করেনি দিল্লি। প্রিথবির ব্যাটে আসে ২৭ বলে ৪৩ টি রান।
দিল্লি অধিনায়ক রিশাব পান্ট আজ পুরোনো রূপে ব্যাট করেছেন। সঙ্গী মিচেল মার্শ দ্রুত ফিরলেও, রিশাবের ব্যাটের ঝলক থামতে দেরি ছিল। ১৯তম ওভারে গিয়ে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। রাঙিয়েছেন ৩২ বলে ৫২ রানে।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ১৯১ রান।
চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাথিশা পাথিরানা। মুস্তাফিজ, ৪ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।