Image

নামিবিয়াকে হারিয়ে টেবিলে অস্ট্রেলিয়ার ওপরে স্কটল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নামিবিয়াকে হারিয়ে টেবিলে অস্ট্রেলিয়ার ওপরে স্কটল্যান্ড

নামিবিয়াকে হারিয়ে টেবিলে অস্ট্রেলিয়ার ওপরে স্কটল্যান্ড

নামিবিয়াকে হারিয়ে টেবিলে অস্ট্রেলিয়ার ওপরে স্কটল্যান্ড

বিশ্বকাপে প্রথমবারের মত নামিবিয়াকে হারিয়ে 'বি' গ্রুপের শীর্ষে এখন স্কটল্যান্ড। এ ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে স্কটল্যান্ড। নামিবিয়া ৯ উইকেট হারিয়ে করে ১৫৫ রান। জবাবে স্কটল্যান্ড জয়ের লক্ষ্যে পৌছে যায় ৯ বল হাতে রেখেই।

বৃহস্পতিবার রাতে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করতে নামে নামিবিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা সামলে নিকোলাস ডেভিন ও জেন ফ্রাঙ্কলিং দলকে এগিয়ে নিতে থাকেন। ফ্রাঙ্কলিং আউট হলে ভাঙ্গে এই জুটি। পাওয়ার প্লে তে নামিবিয়া সংগ্রহ করে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান।

একপ্রান্ত আগলে ধরে রাখেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস। পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে তিনি করেন ৩১ বলে ৫২ রান। এরাসমাসের রানের উপর ভর করেই লড়াকু পুঁজি সংগ্রহ করে নামিবিয়া। এরাসমাসকে যোগ্য সঙ্গ দেন জেন গ্রীন, তিনি করেন ২৭ বলে ২৮ রান। পরবর্তীতে ডেভিড ভিসা ও স্মিথ ছাড়া কেউ ই দুই অঙ্গের রান করতে পারেনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নাবিমিয়া স্কোরবোর্ডে জড়ো করে ১৫৫ রান।

স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন ব্রাড হোয়েল। ২ টি উইকেট নেন ব্রাড ক্যারি।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড জয়ের রান তাড়া করে ফেলে ১৮.৩ ওভারেই। স্কটিশদের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২৩ রানে। ৪৯ রানের মাথায় মাইকেল জোনস আউট হওয়ার আগে করে যান ২০ বলে ২৬ রান। সেখান থেকে মাইকেল লিস্ককে নিয়ে জুটি গড়েন অধিনায়ক রিচি বেরিংটন। 

দুজনের পঞ্চম উইকেট জুটিতে ৪১ বলে যোগ হয় ৭৪ রান। এর মধ্যে ৪টি ছক্কায় ১৭ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিস্ক। আঠারোতম ওভারের শেষ দিকে লিস্ক ফিরলেও বাকি রান তুলতে কষ্ট হয়নি বেরিংটন-ক্রিস গিভসের। অধিনায়ক বেরিংটন অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৭ রানে, যে ইনিংসে ছিল ২টি করে চার ও ছয়। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন ব্র্যাড হুইল। ম্যাচসেরার পুরস্কার ওঠে লিস্কের হাতে। 

নামিবিয়ার বিপক্ষে এই হয়ে গ্রুপের শীর্ষ উঠে স্কটল্যান্ড। আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচ আর এই জয়ে স্কটল্যান্ডের পয়েন্ট এখন ৩।

Details Bottom
Details ad One
Details Two
Details Three