Image

মুস্তাফিজদের কাছে হারের পর এবার জরিমানার কবলে গিল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুস্তাফিজদের কাছে হারের পর এবার জরিমানার কবলে গিল

মুস্তাফিজদের কাছে হারের পর এবার জরিমানার কবলে গিল

মুস্তাফিজদের কাছে হারের পর এবার জরিমানার কবলে গিল

একে তো চেন্নাই সুপার কিংসের কাছে বড় পরাজয়, এরমাঝেই শাস্তির মুখে গুজরাটের অধিনায়ক শুবমান গিল। মন্থরগতিতে বল করার জন্যে ১২ লাখ রূপি জরিমানা দিতে হচ্ছে তাঁকে। আইপিএলের আয়োজকরা এই জরিমানা করেছে। ভবিষ্যতে একই অপরাধ আবার হলে জরিমানার অঙ্ক বাড়বে।

আগে ব্যাট করা চেন্নাই সুপার কিংস স্কোরবোর্ডে জমা করে ২০৬ রান। দুই ওপেনারের ব্যাট থেকে যথাক্রমে আসে ৪৬ রানের ইনিংস। এরপর ৫ ছক্কায় শিবাম দুবে হাঁকান ক্যামিও ফিফটি। লক্ষ্য তাড়ায় নেমে চেন্নাইয়ের পেসারদের তোপের সামনে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট টাইটান্স। টানা দুই জয়ে চেন্নাই টেবিলের শীর্ষে, বিপরীতে প্রথম ম্যাচে মুম্বাইকে হারিয়ে দেওয়া গুজরাট পেল হারের স্বাদ।

ম্যাচ হারের পর জরিমানাও গুণতে হচ্ছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিলকে। আইপিএলের নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য সেই দলের প্লেয়ার ও অধিনায়ককে জরিমানা করা হয়। যার জন্য ১২ লক্ষ ভারতীয় রূপিজরিমানা হয়েছে গিল ও তার দলকে।

তবে এটাই এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথমবার স্লো ওভাররেটের শাস্তি। এরপর ফের যদি এরকম হয় সেক্ষেত্রে আরও কড়া শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য।

Details Bottom
Details ad One
Details Two
Details Three