Image

ইনজুরির জেরে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইনজুরির জেরে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল আফগানিস্তান

ইনজুরির জেরে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল আফগানিস্তান

ইনজুরির জেরে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল আফগানিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করার সুসংবাদের পর ভক্তদের দুঃসংবাদও দিলো আফগানিস্তান। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগানদের স্পিন বোলিংয়ের অন্যতম ভরসা মুজিব উর রহমান। তার জায়গায় আফগানিস্তানের স্কোয়াডে যুক্ত হয়েছেন হজরতউল্লাহ জাজাই।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নিউজিল্যান্ডকে হটিয়ে 'সি' গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাশিদ খানের দল। 

গ্রুপ পর্বে আফগানদের বাকি রয়েছে আর এক ম্যাচ, সেই ম্যাচ খেলার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মুজিব উর রহমান।

মূলত আঙুলের ইনজুরিতে ভুগছিলেন মুজিব। ডানহাতের তর্জনীতে কয়েকবার আ'ঘা'ত পেয়েছেন তিনি। তবে এবারের চোটের কারণে মচকে যায় তার আঙুল। সেকারণে আর খেলা হচ্ছেনা ডানহাতি এই স্পিনারের। যদিও বিশ্বকাপে আফগানদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলেন তিনি, পরের ম্যাচ গুলোতে আর খেলেননি।

ডানহাতি এই স্পিনারের পরিবর্তে অবশ্য কোনো বোলারকে নেয়নি আফগানিস্তান। বরং দলে ডেকেছে বাঁহাতি ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। যিনি কিনা গত ফেব্রুয়ারির পর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। তবুও জাজাইয়ের উপরেই ভরসা রাখছে আফগানিস্তান ম্যানেজমেন্ট।

আফগানিস্তান গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর সুপার এইটে তাদের প্রতিপক্ষ ভরত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডসের মধ্যে কোনো একটা দল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three