আইসিসির ২ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
আইসিসির ২ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
আইসিসির ২ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ না কাটতেই বিশ্বকাপ আয়োজনে সমালোচিত হওয়ায় পদত্যাগ করেছেন আইসিসির শীর্ষ দুই কর্মকর্তা ক্লেয়ার ফারলং ও ক্রিস টেটলি। আগামী শুক্রবার শ্রীলঙ্কায় আইসিসির বার্ষিক সম্মেলনে বিশ্বকাপ আয়োজন নিয়ে জবাবদিহি করতে হতো কিন্তু তার আগেই এই দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ঘটনা মোড় নিলো অন্যদিকে।
জেরে ফারলং আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। অন্যদিকে টেটলি ভেন্যু পরিদর্শক দলের সদস্য ও আয়োজক কমিটির প্রধান ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে।
অভিযোগ পেয়ে পরিচালক পঙ্কজ খিমজি বিশ্বকাপে আয়–ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জানতে চেয়ে সব সদস্যের কাছে চিঠি পাঠান এবং তদন্তের আহ্বান জানান। কিন্তু তার আগেই নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন ফারলং ও টেটলি।
তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে ভিন্ন কথা। ফারলং ও টেটলি এখন নয় বরং অবসর নিয়েছেন অনেক আগেই। নিদিষ্ট করে বলতে গেলে তা বিশ্বকাপের আগেই। তবুও তারা দায়িত্ব চালিয়ে গেছেন কারণ হুট করে নতুন কেউ দায়িত্ব নিয়ে এত বড় বিশ্বকাপ আয়োজন করা মুশকিল হবে এজন্য।
শুধু অর্থ অপচয়ের বিষয় নয় বরং যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্ট স্টেডিয়ামের ড্রপ ইন পিচ নিয়ে ব্যাপক সমালোচনায় ছিলেন তারা। মাঠে অনুষ্ঠিত আট ম্যাচের সব কটি ছিল ‘লো স্কোরিং। শ্রীলঙ্কায় আগামী সপ্তাহে অনুষ্ঠিত বার্ষিক সভায় উপস্থিত থাকবেন ক্লেয়ার ফারলং ও ক্রিস টেটলি। ধারন করা হচ্ছে সভায় এসব ব্যাপারে আলোচনা করা হবে।