Image

আমেরিকায় এক টুর্নামেন্টে খেলবেন সাকিব, তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমেরিকায় এক টুর্নামেন্টে খেলবেন সাকিব, তামিম

আমেরিকায় এক টুর্নামেন্টে খেলবেন সাকিব, তামিম

আমেরিকায় এক টুর্নামেন্টে খেলবেন সাকিব, তামিম

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে খেলতে যাবেন। টুর্নামেন্টটি ডালাসে অনুষ্ঠিত হবে, ৪ অক্টোবর উদ্বোধন হয়ে ফাইনাল গড়াবে ১৪ অক্টোবর।

সাকিব, তামিম ছাড়াও এখন পর্যন্ত চুক্তি সম্পন্ন করেছে শহীদ আফ্রিদি, ইমরান তাহির, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, হাশমতউল্লাহ শহীদিরা। 

সিক্সটি স্ট্রাইকস টি-টেন ক্রিকেটের মতোই প্রায় ৯০ মিনিট সময়ের জন্য ডিজাইন করা হয়েছে। আমেরিকান দর্শকদের জন্য নতুন হলেও, এটি ইতিমধ্যে আবুধাবিসহ বিশ্বের অন্যান্য দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। যেখানে ছক্কা এবং চার একটি সাধারণ দৃশ্য।

এনসিএলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, 'আমি ৪ থেকে ১৪ অক্টোবর ডালাসে ন্যাশনাল ক্রিকেট লিগে অংশগ্রহণ করব। বিশেষ করে আমি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মাঠে দেখার আশা করছি। আমি জানি ডালাসে আপনারা অনেকেই আছেন। এই টুর্নামেন্টের অংশ হতে এবং শীঘ্রই আপনাদের দেখতে সত্যিই উচ্ছ্বসিত।' 

টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। সবগুলো ম্যাচ একই ভেন্যু ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে অনুষ্ঠিত হবে। 

দলগুলোর নেতৃত্ব দেবেন সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, জেসন রয়, মোহাম্মদ নবী, শহীদ আফ্রিদি এবং কামরান আকমলের মতো ক্রিকেট আইকনরা।

স্যার ভিভ রিচার্ডস, মিকি আর্থার, দিলীপ ভেঙ্গসরকার এবং জহির আব্বাসের মতো কিংবদন্তি ক্রিকেটারদের কোচ হিসেবে দেখা যেতে পারে।

Details Bottom