Image

বিজয়ের ১০ রানের আক্ষেপ, রাব্বি-মুশফিকের ফিফটি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিজয়ের ১০ রানের আক্ষেপ, রাব্বি-মুশফিকের ফিফটি

বিজয়ের ১০ রানের আক্ষেপ, রাব্বি-মুশফিকের ফিফটি

বিজয়ের ১০ রানের আক্ষেপ, রাব্বি-মুশফিকের ফিফটি

সোমবার (২৯ জুলাই) চট্টগ্রামে মাঠে গড়িয়েছে বিসিবি রেড ও বিসিবি গ্রিন নামে দুই দলের মধ্যকার ম্যাচ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বিসিবি গ্রিন ও তাইজুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি রেড। প্রথম দিনে আগে ব্যাট করা বিসিবি গ্রিন ৫ উইকেটে তুলেছে ২২০ রান। ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি এনামুল হক বিজয়। 

টসে হেরে আগে ব্যাট করতে নামে বিসিবি গ্রিন। ওপেনার নাইম শেখ আউট হন কোন রান না করে। তাঁকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ফেরান তানজিম হাসান সাকিব। তিনে নামা খালিদ হাসানকেও দ্রুত সাজঘরের পথ দেখান সাকিব। ৫ রান করা খালিদকে ফেরাতে নিজেই ক্যাচ নেন সাকিব। 

১৬ রানে ২ উইকেট হারানোর পর ৯৫ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি। ৩ টি করে চার ও ছয়ে ৫৮ রান করে রাব্বি নাইম হাসানের বলে আউট হলে ভাঙে জুটি। 

৯০ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিমও। খালেদ আহমেদের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন ৫১ রান করা মুশফিক। ১৮৬ বলে ৯০ রান করে তানজিম সাকিবের ৩য় শিকারে পরিণত হন এনামুল হক বিজয়। 

চট্টগ্রামে বৃষ্টি বাঁধা ও আলোক স্বল্পতার জেরে প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৬৩ ওভার। তাতে ৫ উইকেটে ২২০ রান করেছে বিসিবি গ্রিন। বিসিবি রেডের পক্ষে তানজিম হাসান সাকিব ৩ ও ১ টি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, নাইম হাসান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three