টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে পান্ট, মিচেল সেরা দশে
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 4
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে পান্ট, মিচেল সেরা দশে
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে পান্ট, মিচেল সেরা দশে
সদ্য শেষ হওয়া ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শেষে পরিবর্তন এসেছে টেস্ট র্যাংকিংয়ে। টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ভারতের উইকেটরক্ষক রিশাব পান্ট এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল দুর্দান্ত পারফরম্যান্সের করে শীর্ষ ১০ এ উঠে এসেছেন।
ভারতের অন্যান্য ব্যাটার যখন দিয়েছেন ব্যর্থতার পরিচয় তখন প্রথম ইনিংসে ৬০ এবং দ্বিতীয়টিতে ৬৪ রান করেছিলেন পান্ট। এ কারণে ৫ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে পৌঁছেছেন তিনি। তবে ২০২২ সালের জুলাইয়ে পান্ট তার ক্যারিয়ারের সেরা পঞ্চম স্থানে ছিলেন। অন্যদিকে ড্যারিল মিচেল আট ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।
ভারত- নিউজিল্যান্ড সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ উইল ইয়াং ক্যারিয়ারের সেরা ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম অবস্থানে আছেন। আর গ্লেন ফিলিপস ৩ ধাপ এগিয়ে এখন টেস্ট র্যাংকিংয়ে ৪২ তম ব্যাটার।
ভারতের ওপেনার শুবমান গিল প্রথম ইনিংসে ৯০ রান করে ৪ ধাপ উন্নতি করে এখন আছেন ১৬ তম অবস্থানে। তবে ভারতের আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল চতুর্থ অবস্থানে নেমে এসেছেন। অন্যদিকে টেস্ট র্যাংকিংয়ে সেরা ২০ জন ব্যাটারের তালিকাতেও নেই ভিরাট কোহলি।
চট্টগ্রামে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টে আফ্রিকার তিনজন খেলোয়াড় একই ইনিংসে সেঞ্চুরি করে র্যাংকিংয়ে আগের অবস্থান থেকে এগিয়ে এসেছেন। টনি ডি জর্জি (৩৮ তম) , ট্রিস্টান স্টাবস (৭১তম) এবং উইয়ান মুল্ডার (৭৫তম)।
টেস্ট বোলিং র্যাংকিংয়ে ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ৮ম থেকে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে। নিউজিল্যান্ডের প্লেয়ার অফ দ্য ম্যাচ এজাজ প্যাটেল ১২ ধাপ এগিয়ে এখন ২২ এ আছেন। আরেক বাঁহাতি স্পিনার দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজও র্যাংকিংয়ে ২৩ তম থেকে ১৯ তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। কাগিসো রাবাদা শীর্ষ স্থান ধরে রেখেছেন।