চমক রেখে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা
-
1
গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়
-
2
ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে টাইগারদের বিশাল হার
-
3
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: একাদশে জাকের, বাদ সোহান
-
4
আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
-
5
ব্যাটিং ব্যর্থতার রাতেও হৃদয়ের লড়াকু ইনিংস, সমালোচনা ও দলের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন হৃদয়
চমক রেখে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা
চমক রেখে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরতে প্রস্তুত জস বাটলার। তবে তিনি উইকেট কিপিং করবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত আসবে সিরিজ শুরুর আগে। লেগস্পিনার জাফর চোহান প্রথমবারের মতো ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন।
ইংল্যান্ড দলে তিনজন আনক্যাপড খেলোয়াড়। সাউথ এশিয়ান ক্রিকেট একাডেমির জাফর চোহান ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাক পেলেন। দক্ষিণ এশিয়ান ক্রিকেট একাডেমির প্রথম গ্রাজুয়েট যিনি ইংল্যান্ডের সিনিয়র দলে নির্বাচিত হয়েছেন। জাফর চোহান এই বছরের ভাইটালিটি ব্লাস্টে মোট ১৭টি উইকেট শিকার করেন।
অন্য দুই আনক্যাপড খেলোয়াড় হলেন জন টার্নার এবং ড্যান মসলি। যারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও দলের সাথে ছিলেন। বাটলারের জায়গায় অস্ট্রেলিয়া সিরিজে ইংল্যান্ডের নেতৃত্ব দেওয়া হ্যারি ব্রুক টেস্ট স্কোয়াডে রয়েছেন।
আগামী অক্টোবর-নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড দল। জর্ডান কক্স এবং জেমি স্মিথ পাকিস্তান সফরের টেস্ট দল থেকে সাদা বলের এই স্কোয়াডে ঢুকতে পারেন।
ক্যারিবিয়ান সফর শুরু হবে ওয়ানডে দিয়ে - প্রথম দুই ম্যাচ ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর অ্যান্টিগায়। শেষ ওয়ানডে ম্যাচটি হবে ৬ নভেম্বর বার্বাডোজে। ৯ থেকে ১৭ নভেম্বরের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, জাফর চোহান, স্যাম কুরান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মসলি, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার।
