Image

ইহসানউল্লাহ জানাতকে নিষিদ্ধ করল আফগানিস্তান, সন্দেহ আরও ৩ জনকে নিয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইহসানউল্লাহ জানাতকে নিষিদ্ধ করল আফগানিস্তান, সন্দেহ আরও ৩ জনকে নিয়ে

ইহসানউল্লাহ জানাতকে নিষিদ্ধ করল আফগানিস্তান, সন্দেহ আরও ৩ জনকে নিয়ে

ইহসানউল্লাহ জানাতকে নিষিদ্ধ করল আফগানিস্তান, সন্দেহ আরও ৩ জনকে নিয়ে

২৬ বছর বয়সী আফগান ব্যাটার ইহসানউল্লাহ জানাতকে ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইহসানউল্লাহ জানাতের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংসহ একাধিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

বুধবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে একটি বিবৃতিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা ২.১.১ ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে জানাতকে। এই আইন অনুসারে ম্যাচ পাতানোর জন্য অনৈতিক প্রভাব খাটানো, আচরণবিধি লঙ্ঘন-এসব কারণে শাস্তি পেয়েছেন তিনি। সব ধরণের ক্রিকেট থেকে তাই পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। জানাত শাস্তি মাথা পেতে নিয়েছেন। দুর্নীতিতে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।’ 

 

🚨 BREAKING: Top-order batter Ihsanullah Janat has been banned for 5 years from all cricketing activities for breaching ACB and ICC Anti-Corruption Codes during KPL2. He admitted to violating Article 2.1.1 of the ICC Code.

🔗: https://t.co/6wDujqf7TC#ACB | #ACU pic.twitter.com/xqQ91fz17Q

— Afghanistan Cricket Board (@ACBofficials) August 7, 2024

ইহসানউল্লাহ জানাত সর্বশেষ আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালে। জাতীয় দলের জার্সিতে ৩টি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ তাকে খেলতে দেখা গেছে কাবুল প্রিমিয়ার লিগে শামশাদ ঈগলসের হয়ে।

ইহসানউল্লাহ জানাত ছাড়াও আরও তিন ক্রিকেটার বর্তমানে রয়েছেন সন্দেহের তালিকায়, জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এসিবি জানিয়েছে , ‘তাদের দোষ স্বীকারের ওপর নির্ভর করছে তারা জড়িত কি না। এর ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

Details Bottom
Details ad One
Details Two
Details Three